BSNL Employees Union

West Bengal Circle

COM. ANIMESH MITRA (PRESIDENT)
9433009450
COM. SUJOY SARKAR (CIRCLE SECRETARY)
9475115870
249D, B.B. Ganguly Street, Kolkata-12
E-Mail ID:-   bsnleuwb@gmail.com

কমরেডস, 9th Membership Verification এর প্রচার চলছে রাজ্য জুড়ে। Circle union গত CWC meeting থেকে জোর দিয়েছে এবারে প্রতিটি Exch/Office দপ্তরে হবে ছোট ছোট মিটিং।প্রতিটি নিয়মিত কর্মচারীদের কাছে পৌঁছে দিতে হবে এবারকার নির্বাচনের গুরুত্ব ও BSNLEU-র বক্তব্য। সেই হিসাবে সাগর থেকে পাহাড় ও পূর্ব থেকে পশ্চিম circle union ও Dist unionএর নেতারা পৌঁছে যাচ্ছে সাধারন কর্মচারীদের কাছে। গত HOCC meeting এ সরকার ও BSNL management এর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য জানার পরে তেতে রয়েছে কর্মচারীরা। গত ১৪ তারিখ NMP নীতির প্রতিবাদে Human chain কর্মসূচী সফল করার মধ্য দিয়ে কর্মচারীরা জানিয়ে দিয়েছে জনগন কে সাথে নিয়ে তারাই রক্ষা করবে শিল্প ও অধিকার। মন্ত্রীমহাশয়ের ইচ্ছে হয়েছে শাস্তিমূলক 56(J) চালু করে কর্মী ছাটাই করতে। আমাদের CMD মহায়শের ও আরো এক দফা VRS আরো কর্মী ছাটাই করতে। কিন্তু এ-ই দুই ইচ্ছে পূরনের বাধা হয়ে দাড়িয়েছে BSNLEU । আগামী দিনে ভোটবাক্সে তাদের দেওয়া হবে যোগ্য জবাব – এমনটাই উঠে আসছে নীচু তলায় ঘরোয়া মিটিং এ। 3rd PRC ও বকেয়া DA আটকে রাখা ও কর্মচারীদের আসামী হিসাবে চিহ্নিত করার ঘৃন্য চক্রান্তের প্রতিবাদে আগামী ১২ই সেপ্টেম্বর ভোটবাক্সে গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে কর্মচারীররা। অভিজ্ঞ সংগঠকদের পাশাপাশি তরুন কমরেডদের অংশগ্রহণ ও আগ্রহ প্রকাশ এ-ই প্রচার অভিযানে একটা অন্য মাত্রা যোগ করেছে। শুধুমাত্র সভা করা নয়, Postering, ছোট মিছিল( squad),Banner, flex দিয়ে office সাজানো প্রভৃতি কর্মসূচীতে সাধারন কর্মচারীদের যুক্ত হবার এক অন্য আবেগ কাজ করছে এবারকার নির্বাচনে। সবাই মনে করছে BSNLEU এমপ্লয়িজ ইউনিয়ন লড়াই করছে সরকার কে হারাবার জন্য। সরকারই আমাদের প্রতিপক্ষ, সরকারই আমাদের প্রতিদ্বন্দ্বী। জয়ী হতে হবে আমাদের, হাতে ধরা মোবাইল জীবন্ত প্রতীক হয়ে উঠবে আগামী ১২ তারিখ ভোটবাক্সে। এখনও কিছু কাজ বাকী আছে। আসুন, পূজোর আগেই তা শেষ করে ফেলি। মনে রাখতে হবে সরকারের সাথে যখন লড়াই তখন তাদের দালালরা ও শাসক দলের নাম দিয়েই আসবে আমাদের সামনে। তাদের ও যোগ্য জবাব দিতে হবে আমাদের। BSNL ও তার কর্মচারীদের রক্ষা করতে গত ২২ টা বছর ধরে লড়াই এ-র ময়দানে আছে BDNLএমপ্লয়িজ ইউনিয়ন। আর তাদের সাথেই আছে BSNL জনতা। আসুন, আগামী দিনে একটা নতুন ইতিহাস তৈরী হতে যাচ্ছে। প্রতিটি কর্মসুচী র ছবিগুলি ভালো করে মনে দিয়ে দেখুন, দেখবেন নিজে ছবিও দেখতে পাবেন। একটাই শ্লোগান তুলুন:- (आवाज उठाईए) ” *अब कि बार 50% पार”*