প্রতি কমরেড জেলা সম্পাদক, নবম মেম্বারশিপ ভেরিফিকেশনে আমাদের সংগঠন বিপুল ভোটে জয়ী হয়েছে। রাজ্যগতভাবে ১২৯২ টি ভোটের মধ্যে ৯৭৪ টি ভোট অর্থাৎ ৭৫.৩৯% ভোট আমরা পেয়েছি। সারা দেশে ৪৮ শতাংশেরও বেশী ভোটে আমরা জয়ী হয়েছি। প্রাদেশিক সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক সদস্যকে লাল সেলাম। এই উপলক্ষে আগামীকাল অর্থাৎ ১৫-১০-২০২২ শনিবার বেলা ১টায় এই সার্কেলের প্রতিটি বিভাগে বিজয় সমাবেশ, সভা, মিছিল করার আহ্বান জানাচ্ছে প্রাদেশিক সংগঠন। ২। কলকাতায় অবস্থিত জেলা সংগঠনগুলি একত্রিতভাবে এই কর্মসূচি সিটিও বিল্ডিং, কলকাতায় বেলা ১টায় পালন করবে। এই কর্মসূচি সফল করতে জেলা সম্পাদকরা উদ্যোগ গ্রহণ করুন। সংগ্রামী অভিনন্দনসহ, সুজয় সরকার। প্রাদেশিক সম্পাদক। বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন। পশ্চিমবঙ্গ।