বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন এবং বিএসএনএল ক্যাজুয়াল মজদুর ইউনিয়নের যৌথ আহ্বানে নিয়মিত ও অনিয়মিত কর্মচারীদের জ্বলন্ত সমস্যা সমাধানে সিজিএম পশ্চিমবঙ্গ সার্কেলের দপ্তর, কলকাতায় গত ৬’ই জানুয়ারি, ২০২৩ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শতাধিক নিয়মিত ও অনিয়মিত কর্মচারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। কর্মসূচির মূল দাবির মধ্যে নিয়মিত কর্মীদের পিও লেটার’ না পাওয়া, NEPP প্রমোশন সময়ে না হওয়া, অবসরের পর পেনশন সহ অবসরকালীন অন্যান্য পাওনা না পাওয়া অবসরপ্রাপ্ত কর্মীদের মেডিক্যাল পেমেন্টের সমস্যার বিষয় উত্থাপন করা হয়।এ ছাড়াও কন্ট্রাক্ট কর্মীদের অবিলম্বে বকেয়া বেতন পেমেন্ট করা, ক্যাজুয়াল কন্ট্রাক্ট কর্মী /পরিবারকে গ্র্যাচুইটি প্রদান, ক্যাজুয়াল কর্মীদের ৭’ম বেতন কমিশন অনুযায়ী বেতন প্রদান, সর্বোপরি বকেয়া বেতন না দিয়ে প্রশাসনের SLA’পদ্ধতি চালুর তীব্র প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভ কর্মসূচিতে কম সুজয় সরকার, সার্কেল সম্পাদক BSNLEU, কম তাপস ঘোষ, সার্কেল সম্পাদক BSNLCMU এবং কম আশীষ দাস, সার্কেল সম্পাদক AIBDPA বক্তব্য রাখেন। কম অনিমেষ মিত্র সভাপতি বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন এদিনের সভায় সভাপতিত্ব করেন। নেতৃত্বের পক্ষ থেকে সার্কেল প্রশাসনের কর্মচারীদের জ্বলন্ত সমস্যা সমাধানে ব্যর্থতার তীব্র সমালোচনা করা হয় এবং আগামী ফেব্রুয়ারী, ২০২৩ মাসে এই সার্কেলের সর্বত্র সিজিএম অফিস সহ আরও ব্যাপক আন্দোলন পালনের আহ্বান জানানো হয়।
এদিনের কর্মসূচির শুরুতে সিজিএম দপ্তরে দাবির সমর্থনে মিছিল সংগঠিত করা হয় এবং কর্মসূচির শেষে অফিসের বাইরে খোলা রাজপথেও কর্মীরা দাবির সমর্থনে বিক্ষোভে সামিল হয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এদিনের কর্মসূচিতে কলকাতায় সিজিএম অফিস এবং কলকাতা এসএসএ’র কর্মীরা ছাড়াও কৃষ্ণনগর, খড়্গপুর ও বর্ধমান থেকেও কর্মচারীরা যোগ দেন।