*18 – জানুয়ারী – 2023*
*আজ বেঙ্গালুরুতে শুরু হল CITU-এর 17তম সর্বভারতীয় সম্মেলন।*
সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের (CITU) 17তম সর্বভারতীয় সম্মেলন আজ বেঙ্গালুরুতে শুরু হয়েছে৷ এই সম্মেলনে বিভিন্ন সেক্টর থেকে ১,৫০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন। ভারতীয় পাবলিক সেক্টরের বেসরকারীকরণ বন্ধ করা, মোদি সরকারের নতুন শ্রম আইনের বিরুদ্ধে লড়াই করা, যা শ্রমিকদের বন্ডেড লেবারে রূপান্তরিত করার উদ্দেশ্যে, সরকারের কর্পোরেট ও জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করা এবং শ্রমিক শ্রেণীর ঐক্যকে শক্তিশালী করা ইত্যাদি, এই সম্মেলনে আলোচনার কেন্দ্রীয় বিষয় হবে। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের (ডব্লিউএফটিইউ) সাধারণ সম্পাদক কম. পাম্বিস কিরিটিসিস এই সম্মেলনে ভাষণ দিচ্ছেন। কম.আলিদা গুয়েভেরা, বিপ্লবী নেতা কমরেড চে গুয়েভেরার কন্যা এই সম্মেলনে ভাষণ দিচ্ছেন। কম.অনিমেষ মিত্র সর্বভারতীয় সভাপতি বি এস এন এল এমপ্লয়িজ ইউনিয়ন এই সম্মেলনে ভ্রাতৃপ্রতিম প্রতিনিধি হিসাবে আমন্ত্রিত। তিনি এই সম্মেলনে ৫ দিনই অংশ নেবে।