টেলিকম ফ্যাক্টরী আলিপুর, গোপালপুর ও খড়্গপুরের বর্তমান পরিস্থিতি ও কর্মচারীদের সমস্যা নিয়ে ১৭’ই জানুয়ারি, ২৩ বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন টেলিকম ফ্যাক্টরী বিভাগের উদ্যোগে আলিপুরে পিজিএম টেলিকম ফ্যাক্টরীর কাছে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ঐ কর্মসূচিতে নেতৃত্বের পক্ষ থেকে বর্তমানে পশ্চিমবঙ্গের তিনটি ফ্যাক্টরীর দুরবস্থা এবং প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।পরে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন সার্কেল সম্পাদক কম সুজয় সরকার এবং সার্কেল সভাপতি কম অনিমেষ মিত্র, কম ওমপ্রকাশ সিং, কম সমীর ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব পিজিএম’ এর কাছে বিভিন্ন সমস্যা উল্লেখ করে একটি স্মারকলিপি দিয়ে সমস্যা সমাধানে আলোচনাও করেন। প্রশাসন নেতৃত্বের বক্তব্য শুনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়। নেতৃত্বের পক্ষ থেকে সামগ্রিক আলোচনার বিষয়বস্তু বিক্ষোভরত কর্মচারীদের কাছে ব্যাখ্যা করা হয়। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে কর্মচারীরা উল্লেখযোগ্য সংখ্যায় উপস্থিত ছিলেন।
সুজয় সরকার । সার্কেল সম্পাদক ।