কমরেড সম্প্রতি কালে এক দিন অন্তর এক দিন এত বড় জমায়েত বর্ধমানে হয়নি । বর্ধমান ডিভিশন জায়গা টা ভৌগোলিক কারণে অনেক টা বড়। তাই আসা যাওয়াও খরচ সাপেক্ষ। 26 মাস বেতন না পেয়ে বা অল্প বেতনের ক্যাজুয়াল ও ইউনিয়ন এর ডাকে দুই দিন বিক্ষোভ সমাবেশে আসতে চিন্তা করেননি । দুই দিনই উপস্থিত শুধু BSNL CMU সংখ্যা ছিল 70 এবং 72 ।
*এই সমস্থ সদস্যদের ডিভিশন ইউনিয়ন এর পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন এবং লাল সেলাম।*✊✊
আজ যা ঘটল সাম্প্রতিক সময়ে তাও দেখার মত। বেলা 11 থেকে মিছিল সহকারে GM এর চেম্বার । সিদ্ধান্ত ছিল সঠিক উত্তর না পেলে কেউ জায়গা ছাড়ব না । GM এর সঙ্গে তিনবার উত্তপ্ত আলোচনা হয় । GM কে তার চেম্বারে সন্ধা 6.30 পযর্ন্ত আটকে রাখা হয় ।
সমাধান সবটা না হলেও বেশ কিছু টা পজেটিভ আলোচনা হয়েছে । আজকের সমাবেশে BSNL EU এবং AIBDPA নেতৃত্ব উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন CMU প্রাদেশিক ইউনিয়ন এর পক্ষে কম. নাজেস নওরাজ।
লাল ঝাণ্ডার উপর যে ভরসা রেখেছেন তা সামনের দিনে লড়াইকে আরও সমৃদ্ধ করবে।
ক্যজুয়াল মজদুর ইউনিয়ন বর্ধমান ডিভিশন সেক্রেটারি ।