আজকে ইটিআর টেলিফোন ভবনে বিভাগীয় কর্মসমিতির সভা হয়। সভাতে সভাপতিত্বে ছিলেন কম্ ইমরান খান। সম্পাদক আশিস কুমার দাস বর্তমান পরিস্থিতি, সমস্যা, আগামী কর্মসূচি প্রথমে ব্যাখা করেন। এরপর প্রাদেশিক সম্পাদক কম্ সুজয় সরকার আগামী দিনের কর্মসূচিগুলো ব্যাখা করে কর্মচারীদের ইতি কর্তব্য বিস্তারিতভাবে তুলে ধরেন। পরিসেবা দিনের পর দিন ভেঙে পড়েছে। প্রশাসনের কোন দৃষ্টি নেই। পরিসেবার উন্নতি ও কর্মচারীদের সমস্যা সমাধানের জন্য আগামী ২৪/২৫ ফেব্রুয়ারি সিজিএম দপ্তরে অভিযান এবং আগামী ৫ই এপ্রিল সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছে কৃষক শ্রমিক সংগঠনগুলো। এতে আমাদের যোগ দিতে হবে। এরপর সদস্যদের আলোচনার মধ্য দিয়ে নতুন নতুন বিষয় উঠে আসে। সিএমইউ থেকে বক্তব্য রাখেন কম্ সন্জীব পরিয়া ও কম্ সুকান্ত সাহা। সমস্যাগুলো নিয়ে সুচিন্তিত পরামর্শ দেন কম্ আশীষ দাশ। তিনটি সংগঠনের একযোগে একটি কনভেনশনের প্রস্তাব রাখেন তিনি। বিভাগীয় সম্পাদক আশিস কুমার দাস সর্বশেষ বক্তব্য রাখেন কর্মসূচি নিয়ে। সভাপতি কম্ ইমরান খানের বক্তব্যর পর সভা শেষ হয়। সাম্প্রতিক সময়ে একটি ভালো সভা হলো এবং ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।