BSNL Employees Union

West Bengal Circle

COM. ANIMESH MITRA (PRESIDENT)
9433009450
COM. SUJOY SARKAR (CIRCLE SECRETARY)
9475115870
249D, B.B. Ganguly Street, Kolkata-12
E-Mail ID:-   bsnleuwb@gmail.com

কমরেডস, আগামী ৫ই এপ্রিল দিল্লী অভিযানের কর্মসূচী সফল করার জন্য আমাদের BSNLCC কেন্দ্রীয় ইউনিয়ন ব্যাপক প্রচারাভিযান সংঘটিত করার আহ্বান জানিয়েছে। আমাদের রাজ্যেও Bsnleu, Aibdpa.,Bsnlcmu যুক্ত ভাবে আলোচনায় বসে মার্চ মাস থেকে এ-ই প্রচার অভিযান শুরু করার পরিকল্পনা করে। সেই হিসাবে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে সমস্ত শাখাস্তরে দিল্লী অভিযানের দাবিসনদ নিয়ে আলোচনা করতে হবে। সপ্তাহব্যাপী এ-ই প্রচার অভিযানের প্রথম পর্যায় শেষ হবে আগামী ১০ই মার্চ সমস্ত শাখা স্তরে যুক্ত কনভেনশন সংঘটিত করার মধ্য দিয়ে। নিয়মিত, অনিয়মিত ও পেনশনারসদের দের নিয়েই হবে এ-ই কনভেনশন। আমাদের সার্কেলে অন্তত ৫০টি কনভেনশন করতে হবে ঐদিন ১০/৩। মনে রাখতে হবে দিল্লী অভিযান যতটা জরুরী, তার চেয়েও বেশি জরুরী সদস্যদের মধ্যে এনিয়ে প্রচার করা। কোলকাতা ও দিল্লী থেকে পোষ্টার, লিফলেটে দেওয়া হবে। তাই, নিচের তলার সমস্ত নেতৃত্ব ও সংগঠকদের বলা হচ্ছে অবিলম্বে উদ্যোগ গ্রহন করুন যাতে শাখা স্তরে একাধিক যুক্ত কনভেনশন করা যায় আগামী ১০ তারিখে। দক্ষিণবংগের জেলাগুলি্ দিল্লী যাবার জন্য Train Ticket booking করা হলেও উত্তরবংগের জেলা গুলি থেকে এখনও কোন উদ্যোগ নেওয়া হয়নি। অবিলম্বে এ দুর্বলতা কাটাতে হবে। শাখা সম্পাদকরা নিজ নিজ সংগঠকরা এ নিয়ে circle secretary র সাথে কথা বলুন ও ১০/৩ যুক্ত কনভেনশন সংগঠিত করুন। অনিমেষ মিত্র, সম্পাদক, Bsnlcc, wb circle