প্রতি
জেলা / শাখা সম্পাদক,
প্রত্যেকেই অবগত আছেন যে আগামীকাল ২২শে মার্চ’২০২৩ বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের ২২তম প্রতিষ্ঠা দিবস। অল ইন্ডিয়া সেন্টার, নিউ দিল্লি এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করার আহ্বান জানিয়েছে।
এই উপলক্ষে সংগঠনের রক্ত পতাকা উত্তোলন, গেট মিটিং, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচী সদস্যদের যুক্ত করে এই দিনটি উদযাপন করার আহ্বান জানাচ্ছে প্রাদেশিক সংগঠন।
কর্মসূচীর ছবি ও রিপোর্ট অবশ্যই পাঠাতে হবে।
অভিনন্দন সহ,
সুজয় সরকার সার্কেল সম্পাদক
বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন। পশ্চিমবঙ্গ সার্কেল।