BSNL Employees Union

West Bengal Circle

COM. ANIMESH MITRA (PRESIDENT)
9433009450
COM. SUJOY SARKAR (CIRCLE SECRETARY)
9475115870
249D, B.B. Ganguly Street, Kolkata-12
E-Mail ID:-   bsnleuwb@gmail.com

👆আগামী ৫ই এপ্রিল CITU ও সারা ভারত কৃষক সাভার ডাকে ১৪দফা দাবিতে দিল্লি অভিযানে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন, বিএসএনএল ক্যাজুয়াল কন্ট্রাক্টচুয়াল ওয়ার্কাস ফেডারেশন এবং অল ইন্ডিয়া বিএসএনএল – ডি ও টি পেনশনারস এসোসিয়েশন কেন সামিল হচ্ছে তার ব্যাখ্যা করতে গিয়ে আজ বি বি ডি বাগ এলাকায় টেলিগ্রাফ চেক অফিসের সামনে জনাকীর্ণ পথসভায় বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি ও বিএসএনএল ক্যাজুয়াল কন্ট্রাক্টচুয়াল ওয়ার্কাস ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কম: অনিমেষ মিত্র বলেন যে, BSNL সহ রাষ্ট্রায়ত্ব দপ্তর বন্ধ করার কেন্দ্রীয় সরকারের চক্রান্তের প্রতিবাদে, এনএমপি, চারটি শ্রম কোড, বিদ্যুৎ বিল -২০২২, জঘন্য ঠিকা ব্যবস্থা, ফ্র্যাঞ্চাইজি এবং অগ্নিপথ স্কিম বাতিলের দাবিতে, BSNL- কে ফোর জি না দিয়ে প্রাইভেট অপারেটরদের ক্রমাগত সুবিধা প্রদানের বিরুদ্ধে, বিত্তবান ও কর্পোরেটদের ওপর কর বৃদ্ধির দাবিতে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে, কৃষিপণ্যের সহায়ক মূল্য সুনিশ্চিত করার দাবিতে, শ্রমিকদের ন্যুনতম ২৬০০০টাকা বেতন ও ১০০০০টাকা পেনশনের দাবিকে জোরদার করতে শুধুমাত্র লালঝান্ডার সমর্থকদের নয়, সর্বস্তরের মানুষের স্বার্থে দিল্লির কিষান মজদুর রেলিতে অংশগ্রহণ করতে হবে ।