আজ (২৮-০৩-২০২৩) আসানসোলের পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি গুরুত্বপূর্ণ স্থানে যথা বি এন আর মোড় বাসস্ট্যান্ড (রবীন্দ্র ভবনের সম্মুখে) এবং রাহালেন বাসস্ট্যান্ডে (জর্জ টেলীগ্রাফের সম্মুখে) পথসভা অনুষ্ঠিত হয়। সামগ্রিক ভাবে বি এস এন এল এর বর্তমান অবস্থা, 4 G/ 5G না দেবার চক্রান্ত, NMP র মাধ্যমে বি টি এস এর বেসরকারী হস্তান্তর, নয়া প্রযুক্তি ক্রয়ের জন্য টেন্ডার বাতিল করে দেওয়া, কর্মচারীদের উপর চরম বঞ্চনা, পরিষেবার প্রতি অবহেলা ইত্যাদি বিষয় জনগণের সমক্ষে আলোচনা করা হয়। এছাড়া আগামী ৫ই এপ্রিল দিল্লি অভিযানের দাবিগুলির বিস্তারিত আলোচনা করা হয়। বলা বাহুল্য অফিস থেকে একটু দূরবর্তী স্থানে পথসভা দুটি অনুষ্ঠিত হলেও কো অর্ডিনেশন কমিটির পক্ষে যথেষ্ট সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। বি এন আর মোড় পথসভায় বক্তব্য রাখেন কম সুব্রত মিশ্র, কম এন বি পাল এবং ABECC নেতা কম গৌতম চক্রবর্তী। রাহালেন মোড়ে বক্তব্য রাখেন কম সুব্রত মিশ্র, কম বিশ্বনাথ মন্ডল এবং BEFI নেতা কম সুব্রত চন্দ। উপস্থিত ছিলেন কম মৃদুল চ্যাটার্জি, কম প্রদীপ মালখন্ডী, কম লক্ষ্মীনারায়ন সাও সহ আরো অনেকে।