BSNL Employees Union

West Bengal Circle

COM. ANIMESH MITRA (PRESIDENT)
9433009450
COM. SUJOY SARKAR (CIRCLE SECRETARY)
9475115870
249D, B.B. Ganguly Street, Kolkata-12
E-Mail ID:-   bsnleuwb@gmail.com

*বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন পশ্চিমবঙ্গ সার্কেলের দুই দিনের কার্যকরী সমিতির সভার দ্বিতীয় দিন -*

গত কাল সভাতে 16 জন ডিস্ট্রিক্ট ইউনিয়নের পক্ষ থেকে এবং 4 জন সার্কেল অফিস বিয়ারার্স বক্তব্য রেখেছেন। আজ সিজিএমটি ডিস্ট্রিক্ট ইউনিয়নের ডিস্ট্রিক্ট সেক্রেটারি কমরেড শৈলেন গাঙ্গুলীর বক্তব্য দিয়ে সভা শুরু হয়। এরপর বক্তব্য রাখেন কমরেড কৌশিক রায়, ডিস্ট্রিক্ট সেক্রেটারি, আসানসোল, কমরেড শেখ সোলেমান, ডিস্ট্রিক্ট সেক্রেটারি, বর্ধমান, কমরেড বিশ্বনাথ কর, ডিস্ট্রিক্ট সেক্রেটারি, কৃষ্ণনগর, কমরেড সুদীপ সেনগুপ্ত, ডিস্ট্রিক্ট সেক্রেটারী, বহরমপুরের পর ডিস্ট্রিক্টগুলির বক্তব্য শেষ হয়।

এরপর সার্কেল অফিস বিয়ারার্সরা বক্তব্য রাখেন। প্রথমে কমরেড ইমরান খান, পরে কমরেড অমল জানা ও কমরেড ওম প্রকাশ সিং ।

বক্তব্য রাখেন WWCC-র রাজ্য সভাপতি কমরেড ঝুমুর বন্দোপাধ্যায়। বক্তব্য রাখেন পেট্রোন কমরেড রামপ্রসাদ দত্ত।

এরপর সামিং আপ করেন সার্কেল সম্পাদক কমরেড সুজয় সরকার। তিনি বলেন কোটা না পাওয়ার জন্য কয়েকটি জেলা বিশেষ করে উত্তর বঙ্গে কিছু কর্মসূচী হয়নি। এটা দুর্ভাগ্যজনক। SLA নিয়ে লড়াই চলছে। RSS দেশ চালাচ্ছে, তাদের সংবিধানে আছে কোন রাষ্ট্রায়ত্ত সংস্থা থাকবে না। কেবলমাত্র BSNL নয়, আজ দেশের সব কয়টি রাষ্ট্রায়ত্ত শিল্প আক্রান্ত। RSS-এর প্রধান এজেন্ডা হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠন করা। SLA-র ঝড়ের মোকাবিলা করতে হবে, হতাশার কোন জায়গা নেই। বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন সাংগঠনিকভাবে এগিয়ে যাওয়ার জন্য আজকের CWC. বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন যদি সংঘবদ্ধ না থাকে তাহলে ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন ও এআইবিডিপিএ-এর ধারাবাহিকতা থাকবে না। এই সরকার ওয়েজ রিভিশন দেবে না। সদস্যদের দেশের রাজনৈতিক পরিস্থিতি বোঝাতে হবে, তাহলে মেম্বারদের মধ্যে হতাশা আসবে না। সরকার ও ম্যানেজমেন্ট অর্জিত অধিকারগুলি ছিনিয়ে নিচ্ছে। নতুন নতুন দাবি উত্থাপন করে পুরানো অধিকারগুলি রক্ষা করার চেষ্টা হচ্ছে। আগামী 14.06.2023-এর কর্মসূচী কোলকাতাস্থিত ডিস্ট্রিক্ট ইউনিয়নগুলি যৌথভাবে সংগঠিত করবে। বাইরের জেলাগুলিকেও ঐসময় অফিসের গেটে বিক্ষোভ সভা করবে। 7ই জুলাই’২০২৩ দিল্লি চলো কর্মসূচী সফলতার সাথে করতে হবে, প্রত্যেক জেলা থেকে কমপক্ষে দুই জন করে দিল্লি যেতে হবে। একমাসের মধ্যে জেলা ও ব্রাঞ্চ কমিটির মিটিং করতে হবে, সম্মেলন বাকি থাকলে ঐ মিটিং থেকে সিদ্ধান্ত নিতে হবে। লোকাল কাউন্সিলগুলি গঠন করতে। নমিনেশন এক মাসের মধ্যেই সার্কেলকে পাঠাতে হবে । এক মাসের মধ্যে ওয়ার্কার্স কমিটি গঠন করতে হবে। প্রতি দু মাস অন্তর শাখার সাংগঠনিক রিপোর্ট জেলাকে, জেলা সার্কেলকে পাঠাবে। কমরেড অনিরুদ্ধ মজুমদার সহ সার্কেল সম্পাদক ও কমরেড গৌতম ভট্টাচার্য সাংগঠনিক সম্পাদক হিসাবে সংযোজন করা হবে। 249ডি বি বি গাঙ্গুলী স্ট্রিটের ইউনিয়ন অফিস দেখভাল করবে কমরেড অনিমেষ মিত্র, কমরেড সুজয় সরকার, কমরেড মানিক সরকার, কমরেড অনিন্দ্য সরকার, জার্নাল – কমরেড অনিমেষ মিত্র, কমরেড সূজয় সরকার, কমরেড মানিক সরকার, কমরেড ইমরান খান। ওয়েব সাইট-কমরেড মানিক সরকার, কমরেড বিদ্যুত গোস্বামী। সদস্য প্রতি 10 টাকা করে কৃষি শ্রমিক ইউনিয়নের জন্য ডোনেশন, CCWF-এর AIC-র জন্য 200টাকা করে ডোনেশন একমাসের মধ্যে সংগ্রহ করে সার্কেলকে পাঠাতে হবে। ঐ সম্মেলন সফল করার দায়িত্ব নিতে হবে আমাদেরই। ট্রেড ইউনিয়ন ক্লাস করতে হবে “আক্রান্ত দেশ, বিপন্ন জনগণ ও আমাদের কর্তব্য”। আগামী 7ই জুলাই’২০২৩ কমরেড কে জি বসুর জন্মদিনে এই শিক্ষা শিবির শুরু করা হবে, চলবে 31শে জুলাই পর্যন্ত। পঞ্চায়েত নির্বাচনে আমাদের কর্তব্য পালন করতে হবে। পঞ্চায়েত নির্বাচনের প্রচারের রোড ম্যাপ তৈরি করবে কো-অর্ডিনেশন কমিটি। বিএসএনএলইইউ নেতৃত্ত্ব দেবে। WWCC কমিটিকে প্রসারিত করতে হবে। কৃষ্ণনগর, বর্ধমান কন্ট্রাক্ট ওয়ার্কার্স বিষয় নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। কন্ট্রাক্ট ওয়ার্কার্স বিষয় নিয়ে সার্কেল ইউনিয়ন লাগাতার কর্মসূচী গ্রহণ করা হবে। কমরেড কে জি বোস স্মৃতি ভবন বাঁচিয়ে রাখতে হবে। এই লক্ষ্যে বিভিন্ন সম্মেলনগুলিতে একটু খরচ কমিয়ে কে জি বোস স্মৃতিভবনকে কিছু অর্থ দেওয়ার প্রচেষ্টা করতে হবে। মেম্বারসীপ স্যুইচ ওভারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। এটাও লড়াইয়ের একটা অংশ। নিজের সদস্যদের রক্ষা করতে হবে ও যে অল্প সংখ্যক কর্মচারী অন্য সংগঠনের আছে তাদেরকে আনতে হবে।
*BA-গুলির দায়িত্বে থাকবেন-*
শিলিগুড়ি – উজ্জ্বল ঘোষ, অমল জানা।
আসানসোল- শেখ সোলেমান, নরেন্দ্র কুমার মিশ্র। কোলকাতা-কমরেড মানিক সরকার, কমরেড মমতা সরকার, কমরেড ইমরান খান।
কোর নেট ওয়ার্ক-কমরেড আশীষ দাস, কমরেড অনিমেষ মিত্র।
খড়গপুর-কমরেড অনিরুদ্ধ মজুমদার, কমরেড সঞ্জয় পাল, কমরেড প্রকাশ দাস।
TS/TF/CO- কমরেড সূজয় সরকার, কমরেড অনিমেষ মিত্র।
মহিলা সাব কমিটি – কমরেড বনানী চট্টোপাধ্যায়, কমরেড ঝুমুর বন্দোপাধ্যায়।

এরপর সভাপতিমন্ডলীকে ধন্যবাদ জানিয়ে দুই দিনের সার্কেল কার্যকরী সমিতির সভা সমাপ্ত হয়।