*14.06.2023*
*জয়েন্ট ফোরামের ডাকে রাজভবন অভিযান ও পশ্চিমবঙ্গ সার্কেলের সর্বত্র বিক্ষোভ সমাবেশ সাফল্যের সাথে সংগঠিত হয়েছে*।
বিএসএনএল-এ 4G ও 5G-র দাবি, কর্মচারীদের তৃতীয় ওয়েজ রিভিশন ও নন-এক্সিকিউটিভ কর্মচারীদের নতুন প্রমোশন নীতির দাবিতে জয়েন্ট ফোরাম গত 01.06.2023 থেকে আন্দোলন কর্মসূচীর ডাক দিয়েছে। গত 01.06.2023-এ অত্যন্ত সাফল্যের সাথে পশ্চিমবঙ্গ সার্কেলের সর্বত্র মানব বন্ধন কর্মসূচী সংগঠিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আজ গত CWC মিটিং-এর সিদ্ধান্ত অনুযায়ী কোলকাতাস্থিত ডিস্ট্রিক্ট ইউনিয়নগুলির সদস্যরা টেলিফোন ভবনের সামনে থেকে মিছিল করে সিটিও-র সাউথ গেটে জমায়েত হন ও সেখানে বিক্ষোভ কর্মসূচী সংগঠিত হয়। এই কর্মসূচীতে বিএসএনএল ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন ও এআইবিডিপিএ-এর সদস্যরাও উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন কমরেড বনানী চট্টোপাধ্যায় ও কমরেড আশীষ দাসকে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী। উক্ত সমাবেশ বক্তব্য রাখেন কমরেড সুজয় সরকার, কমরেড মানিক সরকার, কমরেড তাপস ঘোষ, কমরেড তারক কুণ্ডু, কমরেড গৌতম সাউ প্রমুখ নেতৃবৃন্দ। পশ্চিমবঙ্গ সার্কেলের সর্বত্র কর্মচারীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। পশ্চিমবঙ্গ এবং ক্যালকাটা টেলিফোন সার্কেলের এক প্রতিনিধি দল রাজ্যপালের কাছে মেমোরেনডাম সাবমিট করার জন্য রাজভবনে যান। পশ্চিমবঙ্গ সার্কেলের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন কমরেড সুজয় সরকার, সার্কেল সম্পাদক, কমরেড মানিক সরকার, সহ সার্কেল সম্পাদক এবং সিজিএমটি অফিসের ডিস্ট্রিক্ট সেক্রেটারি কমরেড শৈলেন গাঙ্গুলী। রাজ্যপালের কাছে মেমোরেনডাম সাবমিট করেন পশ্চিমবঙ্গ সার্কেলের কমরেড সুজয় সরকার ও ক্যালকাটা টেলিফোন সার্কেলের পক্ষে কমরেড শিশির রায়। আজকের কর্মসূচী সফলভাবে সংগঠিত করার জন্য বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন পশ্চিমবঙ্গ সার্কেলের পক্ষ থেকে সকলকে হার্দিক অভিনন্দন জানান হচ্ছে।