আজ কে জি বোস ভবনে কম কে জি বোস এর জন্মদিবস পালন করা হলো। কম কে জি বোস এর মুর্তি তে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান কম দিলিপ দাস,কম আসিস দাস, কম তারক কুন্ডু,কম অনিন্দ্য সরকার কম পিযুষ চক্রবর্তী, কম বনানী চট্টোপাধ্যায়, কম সুশান্ত ঘোষ,কম বাদল কুন্ডু, কম সমীর কুমার হালদার, কম বিদ্যুৎ গোস্বামী এবং আরও উপস্থিত কমরেড গন। মাল্যদান পর্বের পরে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন কম সুশান্ত ঘোষ সভায় কম কে জি বোস এর কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন কম দিলিপ দাস।