বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি, পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে আগামী ১৫ই জুলাই’২০২৩ দুপুর ২:৩০ *কোলকাতা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, সিজিএমটি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ ও টেলিকম স্টোরস্ ব্রাঞ্চ* নিয়ে “ট্রেড ইউনিয়ন শিক্ষা শিবির” অনুষ্ঠিত হবে। এই কর্মসূচী সফল করতে তিন জেলার দায়িত্ব প্রাপ্ত নেতৃত্ব উদ্যোগ গ্রহণ করুন। – কমরেড অনিমেষ মিত্র, কনভেনর, বিএসএনএন কো-অর্ডিনেশন কমিটি, পশ্চিমবঙ্গ সার্কেল।