*প্রতি*
*জেলা সম্পাদক*
*বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন*
কমরেড,
১৮.০৭.২০২৩-এ সিটিও সার্কেল ইউনিয়ন রুমে বিএসএনএলইইউ ও বিএসএনএলসিএমইউ পশ্চিমবঙ্গ সার্কেলের যৌথ কর্মকর্তা মন্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়। এই সভার সভাপতিত্ব করেন কমরেড আশীষ দাস। শুরুতে বিএসএনএলইইউ, পশ্চিমবঙ্গ সার্কেলের সম্পাদক কমরেড সুজয় সরকার সারা দেশের বিএসএনএল-এ কর্মরত কন্ট্রাক্ট কর্মচারীদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত বলেন। তিনি হায়দ্রাবাদে অনুষ্ঠিত সাউথ জোনের মিটিং-এর সিদ্ধান্তগুলি ব্যাখ্যা করেন। তিনি আরও বলেন আগামী ২০.০৭.২০২৩-এর আন্দোলন গুরুত্ব সহকারে সংগঠিত করতে হবে। BSNL CCWF-এর সর্বভারতীয় সম্মেলন সফল করার উদ্যোগ গ্রহণ করতে হবে। ক্যাজুয়াল কন্ট্রাক্ট কর্মচারীদের মধ্যে আন্দোলনের তাগিদ তৈরি করতে হবে আমাদেরই। বিএসএনএল সিএমইউ পশ্চিমবঙ্গ সার্কেলের সম্পাদক কমরেড তাপস ঘোষ বলেন ২০.০৭.২০২৩ তারিখের আন্দোলন সমস্ত জেলায় সংগঠিত করতে হবে। ম্যানেজমেন্ট SLA-বেসড্ আউটসোর্সিং-এর মাধ্যমে কন্ট্রাক্ট কর্মচারীদের শোষণের ব্যবস্থা করেছে। তিনি বলেন ২০-শে জুলাই আন্দোলনের শুরু। এছাড়া বক্তব্য রাখেন কমরেড তারক কুন্ডু, কমরেড মানিক সরকার, কমরেড গৌতম দাস, কমরেড সঞ্জীব, কমরেড সুকান্ত সাহা, কমরেড শৈলেন গাঙ্গুলী, কমরেড রামপ্রসাদ দত্ত, কমরেড ঝুমুর বন্দোপাধ্যায়, কমরেড বাপী দাস, কমরেড সুকান্ত সাহা-২, কমরেড সুবীর,কমরেড বিদ্যুৎ গোস্বামী এবং কমরেড আশীষ দাস। আলোচনা শেষে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গৃহীত হয়েছে:-
*১) ২০.০৭.২০২৩* – *সার্কেল ও সমস্ত ডিস্ট্রিক্ট হেড কোয়ার্টারে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করতে হবে এবং সার্কেল, বিএ এবং ওএ হেডের কাছে মেমোরেন্ডাম সাবমিট করতে হবে। মেমোরেন্ডামের কপি ডিস্ট্রিক্ট সেক্রেটারিদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।*
*২) ২৪.০৭.২০২৩ থেকে ২৯.০৭.২০২৩ প্রচার কর্মসূচি। এই কর্মসূচীতে সাউথ জোনের মিটিং-এর সিদ্ধান্তগুলি ব্যাখ্যা করতে হবে ও BSNL CCWF-এর সর্বভারতীয় সম্মেলনের প্রচার করতে হবে।*
*৩) ২৪.০৮.২০২৩ – মার্চ টু লেবার কমিশনার অফিস।*
*৪) ক্যাজুয়াল কন্ট্রাক্ট কর্মচারীদের ইস্যুতে লড়াই-এ বিএসএনএলইইউ-কে নেতৃত্ব দিতে হবে।*
বিএসএনএলইইউ ডিষ্ট্রিক্ট সেক্রেটারিদের বিএসএনএলসিএমইউ -র নেতৃত্বের সাথে আলোচনা করে উপরোক্ত কর্মসূচিগুলো সফল করার উদ্যোগ গ্রহণ করতে হবে।
*কমরেড সুজয় সরকার*
*সার্কেল সেক্রেটারি, বিএসএনএলইইউ পশ্চিমবঙ্গ সার্কেল*