BSNL Employees Union

West Bengal Circle

COM. ANIMESH MITRA (PRESIDENT)
9433009450
COM. SUJOY SARKAR (CIRCLE SECRETARY)
9475115870
249D, B.B. Ganguly Street, Kolkata-12
E-Mail ID:-   bsnleuwb@gmail.com

কমরেডস,

বিএসএনএল কো-অর্ডিনেশন পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে স্থায়ী, অস্থায়ী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘদিনের জলন্ত সমস্যাগুলির দ্রুত সমাধানের লক্ষ্যে *সিজিএম অফিস চলো* কর্মসূচীর বিশেষ কারনে দিন পরিবর্তিত হয়েছে।

কর্মসূচীর পরিবর্তিত দিনগুলো নিম্নরূপ :-

*১) ২৯শে সেপ্টেম্বর’২০২৩ – সমস্ত BA ও OA প্রশাসন নিকট বিক্ষোভ সভা ও দাবিপত্র প্রেরন।*

*২) ৪ঠা অক্টোবর’২০২৩ – শিলিগুড়ি বিএ ও সিই ( ইলেক্ট্রিকাল)*

*৩) ৫ই অক্টোবর’ ২০২৩ – সিজিএম সিএন টিএক্স ইষ্ট (ইটিআর ও ইটিপি)*

*৪) ৬ই অক্টোবর’ ২০২৩ – সিজিএমটি পশ্চিমবঙ্গ (কলকাতা OA জমায়েত করবে)* ও *৭ই অক্টোবর’ ২০২৩ – সিজিএমটি পশ্চিমবঙ্গ (দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জমায়েত)।*

*সময় :- দুপুর ১টায় সভা শুরু হবে।*

*সুজয় সরকার, সার্কেল সম্পাদক, বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন, পশ্চিমবঙ্গ সার্কেল*