প্রশাসনিক নৈরাজ্য, গ্রুপ সি ও ডি কর্মচারীদের প্রতি উদাসীনতা এবং তাদের প্রতি এক শ্রেণির নব্য অফিসারদের বাজে ব্যাবহার, অবসরপ্রাপ্ত কর্মচারীদের মেডিকেল বিল না পাওয়া,মৃত ব্যাক্তির পরিবার পেনশন না পাওয়া। এর বিরুদ্ধে আজ সারা রাজ্য জুড়ে বিক্ষভ কর্মসূচি পালিত হল। আগামী ৬ ই অক্টোবর বিএ লেবেলে এবং ৭ই অক্টোবর সিজিিএম এর কাছে ডেপুটেশন দেওয়া হবে এই দাবি জানিয়ে প্রতিটি জেলায় জেলা আধিকারিকদের কাছে এবং সিজিএম এর মেমোরেন্ডাম সাবমিট করা হল।