*বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি, পশ্চিমবঙ্গ সার্কেলের ডাকে উত্তরবঙ্গের জেলা শাখাগুলির উপস্থিতিতে শিলিগুড়ি জিএম অফিস চলো কর্মসূচী আজ (৪ঠা অক্টোবর’২৩) সম্পন্ন হলো*
বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি, পশ্চিমবঙ্গ সার্কেলের ডাকে উত্তরবঙ্গের জেলা শাখাগুলির উপস্থিতিতে শিলিগুড়ি জিএম অফিস চলো কর্মসূচী আজ (৪ঠা অক্টোবর’২৩) সম্পন্ন হল। জিএম শিলিগুড়ি চেম্বারের সামনে দুপুর ১:৩০মি: এই বিক্ষোভ সভা শুরু হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন বিএসএনএল কো-অডিনেশন কমিটি, শিলিগুড়ি জেলার কনভেনর কম: অমল জানা, বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি পশ্চিমবঙ্গ সার্কেলের কনভেনর কম: অনিমেষ মিএ, বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন, কোচবিহার জেলা শাখার সহ: সম্পাদক কম: মৃণাল দেবনাথ, এআইবিডিপি, শিলিগুড়ি জেলা শাখার পক্ষে কম: বিপুল চক্রবর্তী এবং বিএসএনএল সিএমইউ, জলপাইগুড়ি জেলা শাখার বিভাগীয় সম্পাদক কমরেড বিকাশ দাস। সভার শেষে প্রতিটি জেলা শাখার নেতৃত্ব দাবিসনদ ডিজিএম-এর হাতে তুলে দেন ও দ্রুত মীমাংসা দাবি জানান। ডিজিএম কে জানিয়ে দেওয়া হয় এই দাবিগুলি দ্রুত মীমাংসা না হলে সংগঠন লাগাতার আন্দোলনে পথে যেতে বাধ্য হবে। ডিজিএম দাবিগুলি দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন। আজকের সভায় সভাপতিত্ব করেন কম উজ্জ্বল ঘোষ।
আজকের বিক্ষোভ সভায় উপস্থিত কমরেডদের বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সংগ্রামী অভিনন্দন ও লাল সেলাম জানাচ্ছে।
*সুজয় সরকার। প্রাদেশিক সম্পাদক। বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন। পশ্চিমবঙ্গ সার্কেল।*