CSC গুলো কে Franchisee দের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে বি এস এন এল Cordination কমিটির ডাকে আগামী ২৮/১১/২৩ তারিখে সিজএমটি অফিসে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এবং অন্যান্য জেলা গুলো কেউ অনুরূপ প্রতিবাদ করার আহ্বান জানানো হচ্ছে। ইতিমধ্যেই Asansol ডিভিশন এই প্রতিবাদ সংগঠিত করেছে।