বি এস এন এল এমপ্লয়ীজ ইউনিয়ন আসানসোল বিভাগীয় শাখার দশম দ্বিবার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হলো আসানসোল টি আর সি হলে। প্রতিটি সদস্যের সচেতন প্রয়াসে এবং বি এস এন এল কো অর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত বাকি দুটি সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের সক্রিয় সহযোগিতায় সাফল্যমন্ডিত হলো এই সম্মেলন। সর্বপ্রথম সংগঠনের রক্তপতাকা উত্তোলন করেন ইউনিয়নের সভাপতি কমরেড সুব্রত মিশ্র। এরপর শহীদ বেদীতে মাল্যদান করেন কমরেড সুজয় সরকার (প্রাদেশিক সম্পাদক ), কমরেড অনিরুদ্ধ মজুমদার (সহ প্রাদেশিক সম্পাদক ), প্রবীন নেতা কম মৃদুল চ্যাটার্জী, কম এল এন সাও, কম প্রদীপ মালখন্ডী, কম সুব্রত মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর মূল কক্ষে কমরেড কে জি বসুর মূর্ত্তীতে মাল্যদান করেন কমরেড সুজয় সরকার। শোকপ্রস্তাব পাঠ করেন সভাপতি কম সুব্রত মিশ্র এবং শহীদ স্মরণে নীরবতা পালন করা হয়। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন কম সুজয় সরকার। তিনি তাঁর নীতিদীর্ঘ ভাষণে বি এস এন এলের অভ্যন্তরীণ বিষয়সমূহ, কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ, 4G/5G স্পেকট্রাম প্রদান পরিকল্পনা মাফিক দীর্ঘায়িত করে গ্রাহক হ্রাসের পরোক্ষ ব্যবস্থা, 1-1-2017 থেকে নয়া বেতন কাঠামো নির্ধারণ বিলম্বিত করণ, আগামী 16-2-2024 বি এস এন এলে সর্বভারতীয় ধর্মঘট ইত্যাদি প্রসঙ্গ উত্থাপন করেন ও ব্যাখ্যা করেন। এরপর বক্তব্য রাখেন কম সুব্রত মিশ্র। অতীত অভিজ্ঞতার নিরিখে আগামী দিনের করণীয় কাজের উপর জোর দেন তিনি। প্রতিবেদন ও আয়ব্যয়ের হিসাব পেশের পর সাবজেক্ট কমিটিতে বেশ কয়েকজন সদস্য বিভিন্ন অভাব অভিযোগ তুলে ধরেন এবং সেগুলির সমাধানের প্রচেষ্টার কথা বলেন। সাবজেক্ট কমিটিতে সুচারু বক্তব্য পেশ করেন নব্য প্রজন্মের তরুণ নেতা কম অনিরুদ্ধ মজুমদার। পরিষেবার উন্নতির পথে বাধা, তাকে অতিক্রম করার প্রক্রিয়া সহ বর্তমান সময়ের জটীল পরিস্থিতি বিষয়ে বক্তব্য রাখেন। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে ও সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য পেশ করেন কম এন বি পাল (AIBDPA) এবং প্রদীপ মালখন্ডী (BSNLCMU)। সম্মেলনে বিভিন্ন বিষয়ের উপর ছ’টি প্রস্তাব রাখা হয় এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বার্ষিক প্রতিবেদন ও আয়ব্যয়ের হিসাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সর্বশেষে সভাপতি, বিভাগীয় সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বচিত হন যথাক্রমে কম সুব্রত মিশ্র, লাল্টু কর্মকার ও পবন কুমার রায়। হিসাবপরীক্ষক হিসাবে হাউস কর্তৃক নির্বাচিত হন কম অজিত লায়েক। (পূর্ণ কমিটির নাম পরে দেওয়া হবে)।