*আজ টেলিকম ফ্যাক্টরী আলিপুরের কনভেনশনে আগামী ১৬ই ফেব্রুয়ারি ২৪ বিএসএনএল ধর্মঘট সফল করার আহ্বান*
আজকে ৭ই ফেব্রুয়ারি বিএ লেভেল কনভেনশন অনুষ্ঠিত হয় টেলিকম ফ্যাক্টরিতে। বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির আহ্বানে এই কনভেনশনে সর্বস্তরের কর্মচারীদের উপস্থিতি ছিল যথেষ্ট। এই কনভেনশনে সভাপতিত্ব করেন এআইবিডিপিএ নেতা কম্ শেখর ভট্টাচার্য। প্রথমে বক্তব্য রাখেন বিএসএনএলইইউ, টেলিকম ফ্যাক্টরী জেলা সম্পাদক কম্ বিজয় যশোয়ারা এবং তিনি আজকের সভার উদ্দেশ্য ব্যাখা করেন। কম্ প্রশান্ত রায়, জেলা সম্পাদক এআইবিডিপিএ, টেলিকম ফ্যাক্টরি, তার বক্তব্যে সকলকে অভিনন্দন জানান। কম্ আশীষ দাশ, প্রাদেশিক সম্পাদক এআইবিডিপিএ আগামী ১৬ই ফেব্রুয়ারি ধর্মঘটের দাবিগুলো ব্যাখা করেন এবং বলেন এই সরকারের নীতির কারণে বিএসএনএল আক্রান্ত, কর্মচারী স্বার্থ আক্রান্ত। তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং প্রতিবাদের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। কম্ ওমপ্রকাশ সিং, সভাপতি এআইবিডিপিএ পশ্চিমবঙ্গ, এই কনভেনশনে বক্তব্য রাখেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন নীতি ব্যাখা করেন ও কর্পোরেট স্বার্থবাহী নীতি পরিবর্তন করতে হবে বলে জানান। তিনি বলেন যে লড়াই ছাড়া কিছুই আদায় করা যাবে না। কনভেনশনে মুখ্য বক্তা কম্ অনিমেষ মিত্র, সর্বভারতীয় সভাপতি, অত্যন্ত সহজভাবে তার বক্তব্য কর্মচারীদের সামনে উপস্থাপিত করেন। তিনি বলেন সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার উপর আক্রমণ এসেছে, তাই লড়াইটা জোরদার করতে হবে। যোগাযোগ মন্ত্রী এই সংস্থাকে কত টাকা সাহায্য করা হয়েছে বলছেন, অথচ এখনও ৪জি/৫জি দিতে পারেনি, পে রিভিশন হয়নি। পেনশনার্সদের পেনশন রিভিশন করতে তো বিএসএনএলে-র টাকা লাগবে না, সেটাও হয়নি কেন – তিনি প্রশ্ন তোলেন। ১৬ই ফেব্রুয়ারি ধর্মঘট সবর্তোভাবে সফল করার আহ্বান জানান।