*২৮ – ফেব্রুয়ারি – ২০২৪*
*WWCC পশ্চিমবঙ্গ সার্কেলের বিক্ষোভ কর্মসূচি।*
আজ ২৮ – ০২ – ২০২৪ তারিখে সন্দেশখালির অত্যাচারিত মহিলাদের আন্দোলনের সমর্থনে WWCC পশ্চিমবঙ্গ সার্কেল সিটিও-তে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছে। মূলত সিজিএম অফিস, জিএম, কোলকাতা বিএ অফিস ও টেলিকম ফ্যাক্টরির মহিলা কর্মচারীরা অংশগ্রহণ করেছে। এছাড়াও এই কর্মসূচিতে বিএসএনএলইইউ, বিএসএনএলসিএমইইউ ও এআইবিডিপিএ যুক্ত হয়েছিল। বিক্ষোভ সভার সভাপতিত্ব করেন কমরেড বনানী চট্টোপাধ্যায়, সহ সভানেত্রী, বিএসএনএলইইউ পশ্চিমবঙ্গ সার্কেল। প্রারম্ভিক বক্তব্য রাখেন কমরেড সুজয় সরকার, প্রাদেশিক সম্পাদক, বিএসএনএলইইউ পশ্চিমবঙ্গ সার্কেল। সভার আলোচনার সূত্রপাত করেন কমরেড বীথিকা সাহা, জয়েন্ট কনভেনর, WWCC পশ্চিমবঙ্গ সার্কেল। অন্যান্য বক্তারা হলেন কমরেড বাসন্তী সর্দার, কমরেড স্মৃতিমা দে, কমরেড জয়িতা পাল। এছাড়াও এআইবিডিপিএ-র পক্ষে বক্তব্য রাখেন কমরেড অঞ্জনা ব্যানার্জী। সকল বক্তারা রাজ্যের শাসক দল আশ্রিত দুষ্কৃতী দ্বারা সন্দেশখালির মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন এবং সন্দেশখালি সহ সারা রাজ্যের নির্যাতিতা মহিলাদের আন্দোলনের পাশে থাকার জন্য সমস্ত অংশের কর্মচারীদের কাছে আহ্বান জানান।
এরপর সিটিও-র গেটে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন কমরেড মানিক সরকার, সহ প্রাদেশিক সম্পাদক, বিএসএনএলইইউ পশ্চিমবঙ্গ সার্কেল। পথ সভায় বক্তব্য রাখেন কমরেড তাপস ঘোষ, প্রাদেশিক সম্পাদক, বিএসএনএলসিএমইউ পশ্চিমবঙ্গ সার্কেল। আজকের এই কর্মসূচিতে মহিলা কর্মচারীদের উল্লেখযোগ্য উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।