BSNL Employees Union

West Bengal Circle

COM. ANIMESH MITRA (PRESIDENT)
9433009450
COM. SUJOY SARKAR (CIRCLE SECRETARY)
9475115870
249D, B.B. Ganguly Street, Kolkata-12
E-Mail ID:-   bsnleuwb@gmail.com

কমরেডস, সুপ্রভাত। আজকের Bsnleu foundation day programme করতে গিয়ে যে সভা গুলি হবে সেখানে অবশ্যই সদস্যদের কাছে বর্তমান পরিস্থিতি, সামনের নির্বাচন, দেশ ও রাজ্যের ঘটনাবলী ভালোভাবে তুলে ধরতে হবে। একই সাথে 16th মার্চ strike, 3rd PRC শেষ আলোচনা ও burning issue গুলি নিয়ে management এর সাথে যে meeting হয়েছে তার বিষয়বস্তু ব্যাখ্যা করা প্রয়োজন। বিশেষ করে 3rd PRC নিয়ে সরকার ও management যে নোংরা অবস্থান নিয়েছে তার ব্যাখা করা দরকার। এ নিয়ে Bsnleu ভূমিকা তুলে ধরা দরকার। এ নিযে CHQ Website এ বেশ কিছু তথ্য update করা হয়েছেl গত কাল CEC meeting এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এরপর ও যদি কিছু জানার থাকে circle Secretary ও circle president কে phone করে জেনে নিন। প্রতিটি মেম্বার এর কাছে আমাদের বক্তব্য তুলে ধরার প্রয়োজন রয়েছে। মনে রাখতে হবে মামুলি জন্মদিন পালন করার programme আমাদের নয়। মোদি সরকারের নক্কারজনক দেশ শাসনের কথা বলতে গেলে Bsnl is the best example. দেশের Working class এর ভূমিকার কথা বলতে গেলে Bsnleu কথা বলতে হবে। কে। Central Govt এর বঞ্চনার কথা বলতে গেলে 4G এবং 3rd PRC কথা বলতে হবে। প্রতিরোধের কথা বলতে গেলে পদযাত্রা, ধর্মঘট, সংসদ অভিযানের কথা বলতে হবে। বলতে হবে রাজ্য রাজনীতির কথা। শাসক দলের ভূমিকা, কর্মী ছাঁটাই এর পাশাপাশি উঠে আসুক বামপন্থীদের বিকল্প নীতির লড়াই এর কথা। তাই, আমাদের জন্মদিন শপথ নেওয়ার দিন। আরও বিশদে, আরও তথ্য জানতে গেলে নেতৃত্বের সাথে যোগাযোগ করুন। 2001 সালে যাত্রা শুরু করেছিল Bsnleu, অনেকটা পথ পার করে যেতে হবে আরও বহুদূর। Bsnnleu zindabad. Long live Bsnleu.