*বহরমপুরে বিএসএনএল কোঅর্ডিনেশান কমিটির উদ্যোগে কর্মীসভা*
৭-ই এপ্রিল,২০২৪, রবিবার বহরমপুর বিএসএনএল কোঅর্ডিনেশান কমিটির উদ্যোগে বহু দূর দূরান্ত থেকে আগত উৎসাহী শতাধিক সদস্যদের উপস্থিতিতে একটি সুশৃঙ্খল কর্মী সভা অনুষ্ঠিত হয়। রমজান মাসের শেষের দিকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার তাড়া ও পাওয়ার ব্লকের কারণে একাধিক ট্রেন বাতিল থাকায় ট্রেনের ভয়ঙ্কর ভীড় কে জয় করে মাঝে সাময়িক অসুস্থ হয়েও কম: অনিমেষ মিত্র, কম: ইমরান খান ও কম: মধুসূদন সাহাকে সঙ্গে করে বহরমপুরে আসেন। সভার শুরুতে কম কে জি বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন বিএসএনএলইইউ এর সর্বভারতীয় সভাপতি কম: অনিমেষ মিত্র এবং কম মণি বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রাদেশিক ইউনিয়নের সহ-সম্পাদক কম: ইমরান খান এবং শহীদের স্মৃতির উদ্দেশ্য নিরবতা পালনের পর সভা পরিচালনা করেন বহরমপুর বিএসএনএল কোঅর্ডিনেশান কমিটির আহ্বায়ক কম: তপন ভৌমিক। শুরুতে এআইবিডিপিএ-এর বিভাগীয় সম্পাদক কম: মনোরঞ্জন ঘোষ আজকের সভায় উদ্দেশ্য ও উপস্থিত কমরেডদের জিজ্ঞাস্য বিষয় গুলো ব্যাক্ত করেন। এর পর কম: ইমরান খান তাঁর বক্তব্যে বিএসএনএল কর্মচারীদের করুন অবস্থা ও এই করুন অবস্থার পিছনে সরকারের নীতি কিভাবে দায়ি তা ব্যাখ্যা করেন । নির্বাচনে সকলের ভুমিকার উপর গুরুত্ব আরোপ করে বলেন আমাদের এমন এক সরকার কে নির্বাচিত করতে হবে, যে তারা NMP এর নামে জাতীয় সম্পদ বিলগ্নীকরণ করবেনা, শ্রমিক মারা শ্রম কোড বাতিল করবে, ইলেকট্রোরাল বন্ড আদায়ের বিনিময়ে কর্পোরেটদের পৃষ্ঠপোষকতা করবে না, 4G/5G প্রদানের ক্ষেত্রে বি.এস.এল.কে বঞ্চিত করবে না, অনৈতিক ভাবে বিএসএনএল কর্মচারীদের বেতন চুক্তি আটকে রাখবে না। এরপর কম: অনিমেষ মিত্র দীর্ঘ বক্তব্যে কারেন্ট DA, তৃতীয় বেতন চুক্তির জটিলতা,NMP, 4G/5G পরিষেবা প্রদনে সরকারের বাধা, ক্যাজুয়াল ও কন্ট্রাকচুয়াল কর্মচারীদের বিবিধ সমস্যা, পেনশন রিভিশন, মেডিকেল ভাতা,এন.পি.এস সাম্প্রতিক বিএসএনএল কর্মচারীদের ধর্মঘট, পি.এস.ইউ গুলির উপর আক্রমণ, সমস্ত বিষয়ের উপর বিএসএনএল ম্যানেজমেন্ট ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা ও অসহযোগীতার উপর বিস্তারিত আলোচনার করেন। সকলের অসহনীয় অবস্থার পরিপ্রেক্ষিতে সামনের নির্বাচন এ সঠিক জায়গায় গনতান্ত্রিক অধিকার প্রয়োগের উপরেও আলোকপাত করেন। আগামী দিনে আরও বৃহত্তর লড়াই আন্দোলনের প্রস্তুতির কথাও উল্লেখ করেন। পরিশেষে সভাপতি কম তপন কুমার ভৌমিক উপস্থিত সকলকে দীর্ঘ সময় ধরে মনযোগ সহকারে বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানান এবং আগামী নির্বাচনে বামপন্থীদের এবং বাম সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করতে অনুরোধ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।