আজ ২৮ ৪ ২০২৪ বর্ধমান বিভাগীয় ইউনিয়নের নবম বিভাগীয় সম্মেলন এবং বর্ধমান শাখার 11তম শাখা সম্মেলন অনুষ্ঠিত হয় বর্ধমান টেলিফোন এক্সচেঞ্জে। সম্মেলন শুরু হয় ইউনিয়নের রক্ত পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্য দানের মধ্য দিয়ে, বেলা ১০:৩০ মিনিটে। সম্মেলন উদ্বোধন করেন সার্কেল এর সহ-সম্পাদক কমরেড ইমরান খান, তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে বর্তমান দেশ, রাজ্য, এবং সর্বোপরি বিএসএনএল দপ্তরের পরিস্থিতির সার্বিক ভাবে ব্যাখ্যা করেন এবং আমাদের করণীয় কাজ কি সে কথাও উল্লেখ করেন, এরপর বক্তব্য রাখেন কমরেড মানিক লাল দাস, এআইবিডিপিএ এর পক্ষে কমরেড এসপি রায় ,সি এম এর পক্ষে কমরেড রঞ্জিত চক্রবর্তী।
এরপর সাবজেক্ট কমিটি শুরু হয় সাবজেক্ট কমিটিতে প্রতিবেদন পাঠ করেন বিভাগীয় সম্পাদক শেখ সোলেমান এবং শাখা সম্পাদক কমরেড সুলতান আহমেদ খান, একাউন্ট পাস করেন কমরেড রবিন কুমার ভাবাই, । এই প্রতিবেদন ও অ্যাকাউন্টের উপর আলোচনা করেন বর্ধমান বিভাগীয় ইউনিয়নের একাধিক কমরেডস, সর্বসম্মতভাবে পাস হয় প্রতিবেদন ও অ্যাকাউন্ট। বর্তমান পরিস্থিতিতে আমাদের আশু কর্তব্য কি এই বিষয়ের উপর বিস্তারিত বক্তব্য রাখেন সিনিয়র কমরেডস নাজেস নওরোজ,। আজকের এই সম্মেলন থেকে কমরেড প্রবীর কুমার দাস বিভাগীয় সভাপতি, কমরেড শেখ সোলেমান বিভাগীয় সম্পাদক, এবং কম, পারমিতা দে বিভাগীয় কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন। এবং শাখা থেকে সভাপতি কমরেড অরূপ কুমার দাস, সম্পাদক কমরেড, সুলতান আহমেদ খান, এবং হিসাব রক্ষক কমরেড রবিন কুমার ভাবাই নির্বাচিত হয়েছেচন।