কমরেড গত ২৮/৪/২০২৪ তারিখে বহরমপুর বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ! রক্ত পতাকা উত্তোলন করেন কমরেড মমতা সরকার ! শহীদ বেদীতে মালা দেন সার্কেল সেক্রেটারি , ডিভিশন সেক্রেটারি ও ব্রাঞ্চ সেক্রেটারিরা এবং AIBDPA এর সেক্রেটারি এবং বিভিন্ন প্রতিনিধি গন ! তারপর সভার কাজ শুরু হওয়ার আগে আমাদের পথনির্দেশনার সাথীদের প্রতিকৃতিতে মালা দেন কম সুজয় সরকার ( সার্কেল সেক্রেটারি) কমরেড কে জি বোসকে ! কমরেড মনি বোসকে মালা দেন AIBDPA এর সেক্রেটারি কমরেড মনোরঞ্জন ঘোষ ! এরপর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ! বিভিন্ন বক্তার বক্তব্যের উপর জবাবী বক্তব্য রাখেন জেলা সম্পাদক কম সুদীপ সেনগুপ্ত ! মুল বক্তব্য রাখেন সার্কেল সেক্রেটারি কমরেড সুজয় সরকার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ! বি এস এন এল কর্তারা আর সরকার তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের কোন জায়গায় নিয়ে যেতে চাইছে ! তার জন্য আমাদের কি করতে হবে ? এই দেশকে রক্ষা করতে সরকারি সংস্থা বাঁচাতে সামাজিক কর্তব্য পালন করতে ঘরে বসে চিন্তা করে মতামত দিন পরিবার পরিজন সহ এ সুযোগ কাজে লাগান ! প্রতিবেদন এবং একাউন্ট পাশ করে ! আগামী দিনের কার্যকারী কমিটির প্যানেল পাশ করা হয় ! সভাপতি – কম
মমতা সরকার, সম্পাদক – কম বার্নার্ড মূর্মূ , কোষাধ্যক্ষ – কম আশিষ গুপ্ত !