BSNL Employees Union

West Bengal Circle

COM. ANIMESH MITRA (PRESIDENT)
9433009450
COM. SUJOY SARKAR (CIRCLE SECRETARY)
9475115870
249D, B.B. Ganguly Street, Kolkata-12
E-Mail ID:-   bsnleuwb@gmail.com

 

বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটির দুর্গাপুর শাখার উদ্যোগে আজ যে কনভেনশনের আয়োজন করা হয়েছিল তার প্রারম্ভিক বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএসএনএল দুর্গাপুর কো অর্ডিনেশন কমিটির সভাপতি কমরেড ধনঞ্জয় গাঙ্গুলী মহাশয় এরপর বক্তব্য রাখেন দুর্গাপুর কো অরডিনেশন কমিটির সম্পাদক কমরেড সুবীর সরকার. এরপর বক্তব্য রাখেন বিএসএনএল ইউ পশ্চিমবঙ্গ শাখার সহ-সম্পাদক কমরেড নরেন্দ্র কুমার মিশ্র. সবশেষে বক্তব্য রাখেন এই সভার মূল বক্তা বিএসএনএল কো-অরডিনেশন কমিটির পশ্চিমবঙ্গ শাখার কনভেনার কমরেড অনিমেষ মিত্র. উনি তার বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতিগুলির তুমুল সমালোচনা করেন এবং কেন্দ্রীয় সরকার পরিকল্পনামাফিক কিভাবে বিএসএনএল কে একটা পঙ্গু ও লস মেকিং সংস্থায় রূপান্তরিত করে তার বিস্তারিত বিবরণ দেন. তিনি আরো বলেন কিভাবে বর্তমান কেন্দ্রীয় সরকার আমাদের ন্যায্য বেতন চুক্তিকে বিভিন্ন রকম কৌশল করে আটকে রেখেছে. তিনি বলেন কিভাবে বর্তমান কেন্দ্রীয় সরকার সমস্ত ভারতবাসীকে ধর্মের আফিন খাইয়ে বৃহৎ পুঁজিপতিদের হাতে দেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে। তিনি বলেন কিভাবে বর্তমান কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং প্রতিবাদের অধিকার কে পদদলিত করছে. সচেতন নাগরিক হিসাবে চলতি লোকসভা নির্বাচনে বর্তমান কেন্দ্রীয় সরকারের উৎখাত এবং মেহোনতী মানুষের প্রতিনিধি বামফ্রন্ট এর হাত শক্ত করার জন্য উনি আহ্বান জানিয়েছেন.