আজ ১৩ই মে বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটির সি.এন.টি.এক্স(ইস্ট) এর উদ্যোগে টেলিফোন ভবনে ” সঙ্কটে বিএসএনএল সমস্যা সমাধানে কর্মচারী আন্দোলনের ভূমিকা” বিষয়ে একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে কমরেড আশীষ কুমার দাশ ও কমরেড গৌতম বনিক-কে নিয়ে গঠিত সভাপতি মন্ডলী। কনভেনশনে বক্তব্য রাখেন কমরেড গৌতম বনিক, কমরেড আশীষ দাশ, রাজ্য সম্পাদক, এআইবিডিপিএ, কমরেড অনিমেষ মিত্র, সর্বভারতীয় সভাপতি, বিএসএনএল.ই.ইউ, কমরেড সুজয় সরকার, রাজ্য সম্পাদক, বিএসএনএল.ই.ইউ।
বক্তব্যে কমরেডরা বর্তমান সরকার কি ভাবে বিএসএনএল সহ সমস্ত পি.এস.ইউ গুলোকে রুগ্ন করতে ধ্বংসাত্মক নীতি নিয়েছে এবং এই অপ-প্রচেষ্টা কে প্রতিহত করতে কর্মচারীদের কি কি দায়িত্ব পালন করতে হবে তা ব্যাখ্যা করেন। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে কমরেড আশীষ কুমার দাশ কনভেনশন সমাপ্ত করেন।