29th April Alipurduar Telephone Exchange এ Bsnleu এবং Bsnlcmu আলিপুরদুয়ার শাখার যৌখ সম্মেলন অনুষ্ঠিত হল উ ৎসাহ উদ্দীপনার সাথে। পতাকা উত্তোলন ও শহীদ দের স্মরণ করার মধ্য দিয়ে শুরু হয় এই সম্মেলন যার উদ্বোধন করেন Bsnleu Chq organising Secretary তথা wb circle Secretary কম সুজয সরকার। নির্বাচনোত্তর পরিস্থিতি ও আগামী Trade union আন্দোলনের সম্ভাবনা নিযে তিনি আলোকপাত করেন। জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কোচবিহার থেকে প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন। CGM এবং GM না transfer হযে যাবার কারনে BSNL Service যেমন একদিকে বিপর্যস্ত, অন্যদিকে staff problem settlement হচ্ছে না- – এই আলোচনা উঠে এসেছে প্রতিনিধিদের আলোচনায। কম অমল জানা, সুমেন্দু চন্দ্র রায বিকাশ রায, দেবজিত ভদ্র বক্তব্য রাখেন। আলোচনার শুরুতে সম্পাদকীয প্রতিবেদন পেশ করেন কম. বাবলু টোপার। সম্মেলনের 3rd PRC, 4G, Gpf/Epf সমস্যা, ও Casual Contract workers দের সমস্যা নিযে প্রাণবন্ত আলোচনাতে সম্মেলন মুখর হযে ওঠে। Aibdpa সংগঠনের পক্ষে কম পংকজ পাল যৌথ আন্দোলন এর প্রয়োজনীয়তা কথা তুলে ধরেছেন। সম্মেলনের সমাপ্তিলগ্নে কম পংকজ পাল সভাপতি, বাবলু টোপার কে সম্পাদক করে শাখা সংগঠনের Branch committee গঠন করা হয়। সম্মেলনে কর্মরত কর্মচারীদের উপস্থিতি ও তাদের ধারালো আলোচনাতে এটাই প্রতিষ্ঠিত হলো যে বামপন্থী মতাদর্শের ভবিষ্যত উজ্জ্বল।