BSNL Employees Union

West Bengal Circle

COM. ANIMESH MITRA (PRESIDENT)
9433009450
COM. SUJOY SARKAR (CIRCLE SECRETARY)
9475115870
249D, B.B. Ganguly Street, Kolkata-12
E-Mail ID:-   bsnleuwb@gmail.com

*বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন*
*পশ্চিমবঙ্গ সার্কেল, ২৪৯ডি, বি.বি.গাঙ্গুলি স্ট্রিট,*
*কলকাতা ৭০০০১২*
*****************************
প্রতি
বিভাগীয় সম্পাদক।

কমরেডস,

আজ ৯ই জুলাই,২০২৪ সার্কেল ইউনিয়নের উদ্যোগে কোলকাতা জেলা, সিজিএমটি অফিস, কোর নেটওয়ার্ক ও স্টোরসের সদস্যদের উপস্থিতিতে সিজিএম এর চেম্বারের সামনে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সারাবাংলা জুড়ে বিএসএনএল সিএসসি গুলিতে বিপুল সংখ্যক আমজনতা প্রাইভেট অপরেটারদের বর্ধিত ট্যারিফ এর লুন্ঠন এর বিরুদ্ধে MNP এর মাধ্যমে বিএসএনএল এ সুইচ করতে দিন দিন ভিড় জমাচ্ছেন, অথচ বিভিন্ন জায়গায় আধিকারিকরা প্রয়োজনীয় সিমকার্ড সরবরাহ করতে ব্যার্থ এবং অনেক ক্ষেত্রে সার্ভার মাঝেই বিকল হয়ে যাচ্ছে, কোথাও কোথাও সফ্টওয়্যার ঠিক মত কাজ করছে না, এর দায় এসে পড়েছে সাধারণ কর্মচারীদের উপর তাই সুষ্ঠভাবে MNP করতে প্রয়োজনীয় সিমকার্ড সহ যাবতীয় পরিকাঠামো ঠিক করার ও আধিকারিকদের সিএসসি গুলো পরিদর্শনের দাবিতে এবং গত ২৭/৪/২৪ এ সিজিএম এর সঙ্গে ইউনিয়নের ফর্ম্যাল মিটিংয়ের প্রতিশ্রুতি ও পরবর্তী রিভিউ মিটিংয়ের প্রতিশ্রুতি অনুযায়ী কর্মীদের জলন্ত সমস্যা সংক্রান্ত ও অন্যান্য সমস্যা সমাধান না হওয়ায়, এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
*সমস্ত জেলা সম্পাদকদের আগামীকাল ১০ই জুলাই’২০২৪ লাঞ্চ আওয়ারে নিজ নিজ জেলাস্তরে অনুরূপ বিক্ষোভ সমাবেশ করার আহ্বান করা হচ্ছে।*

ছবি ও কর্মসূচির রিপোর্ট অতি অবশ্যই পাঠাতে হবে।

সুজয় সরকার
সার্কেল সম্পাদক । বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন। পশ্চিমবঙ্গ সার্কেল।