BSNL Employees Union

West Bengal Circle

COM. ANIMESH MITRA (PRESIDENT)
9433009450
COM. SUJOY SARKAR (CIRCLE SECRETARY)
9475115870
249D, B.B. Ganguly Street, Kolkata-12
E-Mail ID:-   bsnleuwb@gmail.com

*খড়গপুর বিভাগীয় ইউনিয়নের দশম বিভাগীয় সম্মেলন সফল হল*

গত ২০শে জুলাই ২০২৪, বিএসএনএলইইউ,খড়গপুর বিভাগীয় শাখার দশম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় বোগদা টেলিফোন এক্সচেঞ্জে। সকাল ১১:৩০ এ সম্মেলনের শুরুতে ইউনিয়নের রক্ত পতাকা উত্তোলন করেন বিভাগীয় ইউনিয়নের সভাপতি কমরেড পঙ্কজ জানা। এরপর শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন হয়। কেন্দ্রীয় সরকারী কর্মচারী আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা কমরেড কে.জি.বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন কমরেড সুশান্ত ঘোষ। এরপর শহীদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়।সম্মেলনে সভাপতিত্ব করেন কমরেড পঙ্কজ জানা, কমরেড অমলেশ প্রধান ও কমরেড অরিন্দম মজুমদার কে নিয়ে গঠিত সভাপতি মন্ডলী। এই সম্মেলনের উদ্বোধন করেন সহকারী সার্কেল সম্পাদক কমরেড ইমরান খান। তিনি তাঁর বক্তব্যে বিএসএনএল এর বর্তমান পরিস্থিতি, সরকারের কর্পোরেট বান্ধব নীতির কারণে বিএসএনএল সহ পিএসইউ গুলির উপর আক্রমণ, বেসরকারীকরণ এর উদ্দেশ্য এন.এম.পি, শ্রমকোড আইন, ট্রেড ইউনিয়নের কন্ঠরোধ করতে ন্যায় সংহিতার ও বর্তমান সময়ে বিএসএনএল এর উন্নত পরিষেবা প্রদান ও এম.এন.পি সুষ্ঠভাবে প্রদানের লক্ষ্যে প্রাদেশিক ও কেন্দ্রীয় ইউনিয়নের লড়াই সংগ্রামের কথা উল্লেখ করেন। এর পর এআই.বিএসএন.এল.ই.এ এর পক্ষে সম্মেলনে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন শ্রী বিনবাদিত্য শাহু।
এরপর খসড়া সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সম্পাদক কমরেড অরিন্দম মজুমদার এবং আয় ব্যায়ের হিসাব পেশ করেন কোষাধক্ষ্য কমরেড শেখ রাহমাতুল্লা।সম্মেলনে আন্তর্জাতিক পরিস্থিতি, সর্বভারতীয় পরিস্থিতি তথা রাজ্য পরিস্থিতি এবং বিএসএনএল এর আর্থিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনে উল্লেখযোগ্য সংখ্যক নিয়মিত কর্মচারী উপস্থিত ছিলেন এবং তাঁরা সম্পাদকীয় প্রতিবেদন, আয় ব্যয়ের হিসাব এবং সাংগঠনিক কর্মকাণ্ড সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করেন। এর পর বক্তব্য রাখেন পুরুলিয়ার জেলা সম্পাদক কমরেড প্রকাশ দাস। তিনি বিএ স্তরে বিভিন্ন প্রশাসনিক কাজকর্মে আধিকারিকদের উদাসীনতার উল্লেখ করে আগামী দিনে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এরপর বক্তব্য রাখেন প্রাদেশিক ইউনিয়নের সহসম্পাদক কমরেড অনিরুদ্ধ মজুমদার, তিনি কর্মচারী নিজদের সমস্যা সমাধানের জন্য নিজেদেরকেই এগিয়ে এসে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে এআইবিডিপিএ এর পক্ষে বক্তব্য রাখেন কমরেড সুশান্ত ঘোষ। জবাবি ভাষণে সম্পাদক কমরেড অরিন্দম মজুমদার উল্লেখ করেন তিনি প্রতিদিন দীর্ঘ পাঁচ ছয় ঘণ্টা পথযাত্রার ধকল সামলে শারীরিক অসুস্থতা নিয়েও ইউনিয়নের নেতৃত্ব দিয়ে অধিকাংশ আন্দোলন কর্মসূচি পালন করেছেন, বেশকিছু উল্লেখযোগ্য সমস্যা সমাধান করেছেন, কিছু সমস্যা আগামী দিনে সমাধান হবে, তিনি বিশেষ করে উল্লেখ করেন যে খড়গপুর বিভাগীয় ইউনিয়ন নবীন প্রজন্মের কর্মীদের নেতৃত্বে তুলে অনতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতে এই ধারা জারি থাকবে।এই সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটি:-
সভাপতি কমরেড পুলিন বিহারি দলুই
সম্পাদক কমরেড রঞ্জিত বারিক
কোষাধক্ষ্য কমরেড সুব্রত সরকার।
পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি কমরেড পঙ্কজ জানা।