BSNL Employees Union

West Bengal Circle

COM. ANIMESH MITRA (PRESIDENT)
9433009450
COM. SUJOY SARKAR (CIRCLE SECRETARY)
9475115870
249D, B.B. Ganguly Street, Kolkata-12
E-Mail ID:-   bsnleuwb@gmail.com

Comrades,

সারা রাজ্যজুড়ে *প্রতিদিনই SIM চাহিদা বৃদ্ধি ও বিক্রির হার যথেষ্ট বেড়েছে।* তা সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের অভিযোগ আমরা পাচ্ছি। সেই অভিযোগগুলি নিয়ে প্রাদেশিক সংগঠন এবং কেন্দ্রীয় ইউনিয়ন প্রসাশনে নজরে এনেছে। কিন্ত জেলা সংগঠনগুলি এই ধরনের অভিযোগ বিএ/ওএ স্তরে প্রশাসনের নিকট অভিযোগ জানালেও, প্রাদেশিক সংগঠনের নিকট প্রতিলিপি জমা দেন নি। যত শীঘ্র সম্ভব ওই প্রতিলিপি জমা করুন। *এই সময়কালে প্রাদেশিক সংগঠন জিএম(সিএম), জিএম(এইচ আর), জিএম (ইবি/মার্কেটিং), জিএম(কোলকাতা)* ইত্যাদি আধিকারিকদের সাথে আলোচনা করেছে। গত *১৬ই জুলাই’২০২৪ থেকে সিজিএম অফিসে লাগাতার কর্মসূচী পালিত হচ্ছে।* *আগামীকাল ২৪শে জুলাই’২৪ ওএ/বিএ স্তরে আবশ্যই মেমোরেন্ডাম জমা দিয়ে তার প্রতিলিপি প্রাদেশিক সংগঠনকে পাঠাতে হবে।* শুধুমাত্র প্রশাসন উদাসীন, এমনটা নয়। আমাদের স্তরেও কোথাও কোথাও উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ছোট্ট জেলা *মালদাতে ৪৬২% SIM* বিক্রি বৃদ্ধি হলেও *শিলিগুড়িতে মাত্র ১০৭% বৃদ্ধি হয়েছে।* *১৬টি জেলার মধ্যে সবচেয়ে বেশিমাত্রায় বৃদ্ধি হয়েছে কোলকাতা জেলায় ৪৬৩.৬%,* *সবচেয়ে কম শিলিগুড়িতে মাত্র ১০৭%।* অপর একটি গুরুত্বপূর্ণ বিষয নিয়ে কালকের কর্মসূচী তে সোচ্চার হওয়া দরকার আছে, প্রশাসনের ফোর-জি প্রতিস্থাপনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে। *মহারাষ্ট্র সার্কেলের যেখানে এক হাজার ফোর-জি বিটিএস প্রতিস্থাপন করেছে, সেখানে পশ্চিমবঙ্গ সার্কেলে মাত্র ১১৫ টি প্রতিস্থাপন হয়েছে এবং তাহা অপরিকল্পিত ভাবে।* শুধুমাত্র টিসিএস বা কর্পোরেট অফিস বলে চুপচাপ বসে থাকলে হবে না। কালকের কর্মসূচীতে এই বিষয়ে আমাদের চাপ তৈরী করতে হবে। আমাদের আরো একটি বিষয় চাপ তৈরী করতে হবে, তা হলো *টু-জি/ থ্রি-জি বিটিএসগুলিকে সচল ও উন্নত করা।* আমরা জানাতে বাধ্য হচ্ছি যে *ওয়ার্কস কমিটির মিটিং-এ এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে আমরা উদাসীন থাকছি।* গত এপ্রিল’২০২৪ এই বিষয়ে চাপ তৈরী করা হলে, *সিজিএম ওয়ার্কস কমিটি গঠনের আদেশনামা প্রকাশিত করেছেন।* *কোলকাতা* ছাড়া আর কোথাও *ওয়ার্কস কমিটির মিটিং হয়নি।* এ দুর্বলতা আমাদের কাটাতে হবে। *আগামীকালের কর্মসূচীর ফটো ও মেমোরেন্ডাম অতি অবশ্যই পাঠাতে হবে।*