*গত ১৬ই জুলাই’২০২৪ থেকে সিজিএম অফিসে লাগাতার কর্মসূচীর আজ সমাপ্ত হল।*
গত ১৬ই জুলাই’২০২৪ থেকে সিজিএম অফিসে, ২৭শে এপ্রিল’২০২৪ ফর্মাল মিটিং-এর সিদ্ধান্তগুলি কার্যকর না হওয়া সহ এই সময়কালে স্থায়ী, অস্থায়ী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জলন্ত সমস্যাগুলির সমাধানের লক্ষ্যে লাগাতার অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলছিল। কলকাতাস্থিত অফিসগুলি থেকে সর্বস্তরের কর্মচারীরা এই কর্মসূচিতে যুক্ত হয়েছিলেন। *আগামী ২৬শে জুলাই’২০২৪ বিকাল চারটা সিজিএম আমাদের সাথে মিটিং করবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন* ফলে এই লাগাতার কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। আজ সারা রাজ্যজুড়ে সিএসসি/ সিসিএন কর্মসূচি সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। পরবর্তী পর্যায়ে ওয়ার্কস কমিটি গঠন ও ওয়ার্কস কমিটির মিটিং জেলাস্তরে আমাদের করতে হবে। এই ওয়ার্কস কমিটি গঠন করার আদেশনামা সার্কেল অফিস আগেই প্রকাশিত করেছে। কোন জেলা প্রশাসন ওয়ার্কস কমিটি গঠন ও মিটিং না করলে সার্কেল ইউনিয়নের নজরে আনতে হবে। জেলাভিত্তিক কর্মচারীদের দাবি সম্বলিত জলন্ত সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে ফর্মাল মিটিং করতে প্রশাসনের উপর চাপ তৈরি করুন ও ফর্মাল মিটিং করতে বাধ্য করুন। সিজিএম অফিসের লাগাতার কর্মসূচি ও আজকে সারা রাজ্যজুড়ে সিএসসি/সিসিএন কর্মসূচি সফল করতে আমাদের সংগঠনের নেতৃত্বসহ সাধারণ সদস্যরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই জন্য রাজ্য কমিটি সবাইকে সংগ্রামী অভিনন্দন ও লাল সেলাম জানাচ্ছে।
শুভেচ্ছাসহ,
সুজয় সরকার। সার্কেল সম্পাদক। বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন। পশ্চিমবঙ্গ সার্কেল।