*আজ (৪ই আগস্ট ২০২৪) পুরুলিয়াতে ১০তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল।*
রক্ত পতাকা উত্তোলন করে সম্মেলনের কাজ আরম্ভ হয়। রক্ত পতাকা উত্তোলন করেন বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কমরেড শুভেন্দু বিকাশ মিত্র। শহীদবেদীতে মাল্যদান করেন বিএসএনএলের সভাপতি। এরপর একে একে প্রত্যেকে মাল্যদান করেন। শহীদ স্মরণ পাঠ করেন কমরেড প্রকাশ দাস। এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা ছাড়াও এআইবিডিপিএ এবং সিএমইউ এর সদস্যবৃন্দ মোট ৩৬ জন এই সম্মেলনে উপস্থিত ছিলেন।
কমরেড কে জি বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রাদেশিক সংগঠনের প্রতিনিধি কমরেড সঞ্জয় পাল। এরপরে প্রকাশ্য সমাবেশের কাজ আরম্ভ করা হয়। সভাপতি মন্ডলী গঠন ও প্রত্যেক ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃত্ব এবং প্রাদেশিক সংগঠনের প্রতিনিধিকে সম্বর্ধনা দেওয়া হয়। প্রথমে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রাদেশিক সংগঠনের প্রতিনিধি কমরেড সঞ্জয় পাল, এআইবিডিপিএ জেলা সম্পাদক কমরেড লক্ষীকান্ত বাগ, কোরটো -এর সাংগঠনিক সম্পাদক কমরেড তাপস চক্রবর্তী, এনএফপিই (পোষ্টাল) ক্লাস থ্রি সম্পাদক কমরেড খিরোদ খাওয়াস, এআই বিএসএনএল ইএ এর প্রতিনিধি কমরেড বিদ্যাসাগর সুপকার, বিএসএনএল সিএমইউ-এর সম্পাদক কমরেড সিতু কালিন্দির বক্তব্যের পর প্রকাশ্য সমাবেশের কাজ সমাপ্ত হয়।
পরবর্তী পর্বে সম্পাদক প্রতিবেদন পাঠ করেন এবং কোষাধ্যক্ষ আয় ও ব্যায়-এর হিসাব পেশ করেন। প্রত্যেক সদস্য সম্পাদকীয় প্রতিবেদন ও আয়ব্যায় হিসাবের উপর আলোচনা করেন। সম্পাদক জবাবী ভাষণ দেন এবং আয় ও ব্যায়-এর হিসাব সর্বসম্মতিক্রমে পাশ হয়। এরপর নতুন কমিটি গঠন করা হয়।
*সভাপতি: কমরেড লক্ষীকান্ত বাগ।*
*সম্পাদক: কমরেড প্রকাশ দাস।*
*কোষাধ্যক্ষ: কমরেড প্রণব রায়।*
সবশেষে সভাপতি সংক্ষিপ্ত ভাষণের পর সভার কাজ শেষ করেন।