*কোর নেটওয়ার্কের বিক্ষোভ সমাবেশের পর সিজিএম’কে মেমোরেন্ডাম দিয়ে ফর্মাল মিটিং-এর দাবি জানানো হল*
কমরেড,
আজ ০৭/০৮/২০২৪, বুধবার দুপুরে ১-টায় সি.জি.এম কোর নেটওয়ার্কের চেম্বারের সামনে বিএসএনএল কোঅর্ডিনেশান কমিটির আহ্বানে নিয়মিত, অবসরপ্রাপ্ত এবং কন্ট্রাকচুয়াল কর্মীদের জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক নিয়মিত, অবসরপ্রাপ্ত এবং কন্ট্রাকচুয়াল কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করবেন কমরেড আশিষ কুমার দাস এবং কমরেড গৌতম বনিক। শুরুতে এই বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্য ব্যাখ্যা করেন কমরেড গৌতম বনিক। এরপর এর পক্ষে বক্তব্য রাখেন কমরেড ইমরান খান, সিএমইউ এর পক্ষে বক্তব্য রাখেন কমরেড সঞ্জিত পড়িয়া এবং এআইবিডিপিএ এর পক্ষে বক্তব্য রাখেন কমরেড মনোতোষ চক্রবর্তী। এরপর প্রাদেশিক ইউনিয়নের পক্ষ থেকে এআইবিডিপিএ সভাপতি কমরেড ওম প্রকাশ সিং, সিএমইউ প্রদাশিক সম্পাদক কমরেড তাপস ঘোষ এবং বিএসএনএলইইউ প্রাদেশিক সম্পাদক কমরেড সুজয় সরকার। বিক্ষোভ সমাবেশ শেষে কমরেড সুজয় সরকারের নেতৃত্বে প্রতিনিধিদল সিজিএমের সঙ্গে দেখা করে স্থায়ী, অস্থায়ী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জলন্ত সমস্যাগুলির সমাধানের লক্ষ্যে দাবিপত্র সিজিএম-এর হাতে তুলে দেন ও ফর্মাল মিটিং-এর দাবি জানান।