বিএসএনএলডব্লিউডব্লিউসিসি ডাকে আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসক-এর নৃশংস হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে সিজিএম অফিসে আজ দুপুর দুটো বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বক্তব্য রাখেন কম নন্দিতা দত্ত, কম বীথিকা সাহা, কম বনানী চট্টোপাধ্যায়। প্রত্যেকেই তাদের বক্তব্যে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান এবং এই সময়কালের বিভিন্ন নারী নির্যাতনের ঘটনাগুলি ব্যাখ্যা করেন। কম সুজয় সরকার বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হলেও প্রতিদিন এই রাজ্যে নারী ধর্ষিতা, খুন হচ্ছে অথবা নির্যাতিত হচ্ছে এবং এই রাজ্যে কে লাগামহীন দূর্নীতির চারণভূমিতে পরিনত করেছে। এরই প্রতিবাদে আমাদের পথে নেমে রুখে দাঁড়াতে হবে। সব শেষে তরুণী চিকিৎসকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করে এই সভা শেষ হয়।