*আর জি কর কান্ডের প্রতিবাদে বিএসএনএল পশ্চিমবঙ্গ সার্কেলের সব ইউনিয়ন ও অ্যসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে কোলকাতার রাজপথে।*
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা রাজ্যে সমস্ত শ্রেণীর মানুষ রাস্তায় নেমেছে। সারা দেশে ও বিদেশেও এই প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সার্কেলের বিএসএনএল-এর এক্সিকিউটিভ ও নন-এক্সিকিউটিভ কর্মচারীরা আর জি করের বিচার ও রাজ্যে নারী সুরক্ষার দাবিতে আজ সিটিও-র সামনে রাজপথে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। স্লোগান একটাই ছিল *We want Justice – Justice for R. G. Kar.* পশ্চিমবঙ্গ সার্কেলের এক্সিকিউটিভ ও নন-এক্সিকিউটিভ কর্মচারীদের সমস্ত সংগঠনের প্রায় সাতশ কর্মচারী এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। কয়েক শত পথ চলতি মানুষও এই কর্মসূচিতে নিজেদের যুক্ত করেছেন। ডালহৌসি স্কোয়ার লাগোয়া অফিসগুলি থেকে কর্মচারীরা বেরিয়ে এসে এই কর্মসূচিতে সামিল হয়েছেন। সবশেষে সরকারের কাছে এই নৃশংস খুনের দোষীদের দ্রুত চিহ্নিত করা ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন পশ্চিমবঙ্গ সার্কেলের সম্পাদক কমঃ সুজয় সরকার সব সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।