*ক্যাজুয়াল ও কন্ট্রাকচুয়াল কর্মচারীদের দাবি সনদ নিয়ে লেবার কমিশনের কাছে স্মারকলিপি জমা দিল বিএসএনএল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ওয়ার্কারস ফেডারেশন*
আজ (৫ই নভেম্বর’২০২৪) সারা দেশের বিএসএনএল দপ্তরে কর্মরত ক্যাজুয়াল ও কন্ট্রাকচুয়াল কর্মচারীরা তাদের ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রতিটি লেবার কমিশনের কাছে জমা দেওয়ার কর্মসূচী গ্রহণ করেছে। সামাজিক সুরক্ষা, নুন্যতম মজুরী ও ছাঁটাই নীতির প্রতিবাদে বিএসএনএল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ওয়ার্কারস ফেডারেশন-এর ডাকে এই রাজ্যেও ভালোভাবে কর্মসূচি পালিত হয়। বিবাদীবাগ অঞ্চলে, দুই প্রশাসনিক দপ্তরে বিক্ষোভ কর্মসূচিতে দাবিগুলো ও বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন বিএসএনএল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ওয়ার্কারস ফেডারেশন-এর সাধারণ সম্পাদক কম অনিমেষ মিত্র। এছাড়া বক্তব্য রাখেন কম: শিশির রায়, কম: সুজয় সরকার, কম: শঙ্কর নেপাল , কম: তাপস ঘোষ, কম: প্রদীপ্ত ঘোষ, কম: সঞ্জীব ব্যানার্জী প্রমুখ নেতৃত্ব। বক্তারা প্রত্যেকে মোদী সরকারের ওয়েজ কোড বিল বাতিল করার পাশাপাশি বিএসএনএল দপ্তরে এসএলএ নীতির মধ্যে দিয়ে শ্রমিক ছাঁটাই ও মজুরি ছাঁটাই এর বিরোধিতা করেন। এই উপলক্ষে কলকাতার নিজাম প্যালেসে আরএলসি দপ্তরে কম: তাপস ঘোষ এবং কম: প্রদীপ্ত ঘোষ এর নেতৃত্বে বিএসএনএল ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন এবং কলকাতা টেলিফোনস ঠিকা মজদুর ইউনিয়ন, এই দুই সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন। সবশেষে নিজাম প্যালেসে বিক্ষোভ সভায় কম অনিমেষ মিত্র ১৪ই নভেম্বর’২০২৪ কেন্দ্রীয় শ্রম দপ্তর অভিযান ও ২৭শে নভেম্বর’২০২৪ সিজিএমটি অফিস চলো কর্মসূচি ঘোষণা করেন। অনুরূপ কর্মসূচি আসানসোল ও দুর্গাপুর শ্রম দপ্তরে সংগঠিত হয়েছে।