*কর্মচারী বন্ধুদের অভিনন্দন “-*
আজকে কেন্দ্রীয় বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি প্রতিটি সার্কেলে জেলাস্তরে ১৪ দফা দাবিতে কনভেনশন কর্মসূচি পালন করবার আহ্বান জানিয়েছিল। আগামী ৫ই এপ্রিল কিষান- মজদুর দিল্লি অভিযানের দাবিগুলো কর্মচারীদের কাছে প্রচার ছিল মুখ্য উদ্দেশ্য। এই রাজ্যে বিএসএনএল সিসি যত বেশি সংখ্যক জায়গায় এই কনভেনশন করবার আহ্বান রেখেছিল। সেই কর্মসূচি সফল করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয় বিভিন্ন জেলাতে। প্রাপ্ত সংবাদ অনুযায়ী জানা গেছে যে এই কনভেনশন অনুষ্ঠিত হয়েছে কুচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, বহরমপুর, কান্দি, জিয়াগঞ্জ, রঘুনাথগঞ্জ, ধুলিয়ান, কৃষ্ণনগর, রানাঘাট, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, বর্দ্ধমান, মেমারি, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, খাতড়া, পুরুলিয়া, ঝালদা, আদ্রা, মানবাজার, খড়্গপুর, মেদিনীপুর, গোপালপুর টেলিকম ফ্যাক্টরি, আলিপুর টেলিকম ফ্যাক্টারি, সিভিল উইংস, জিএম-কলকাতা, সিজিএমটি, ইটিআর, ইটিপি প্রভৃতি স্থানে। প্রতিটি জায়গায় নিয়মিত, অনিয়মিত ও অবসরপ্রাপ্ত কর্মচারী বন্ধুরা ভালো সংখ্যক উপস্থিত ছিলেন। ১৪ দফা দাবির সমর্থনে স্লোগান দেওয়া হয়। সঙ্গে ছিল সংগঠনের ব্যানার ও লাল পতাকা। নেতৃবৃন্দ দাবিগুলি ব্যাখা করে বক্তব্য রাখেন এবং আগামী ৫ই এপ্রিল দিল্লী অভিযান সফল করতে আহ্বান জানান।
এছাড়া বিভিন্ন জেলায় আজকে রাজ্য সরকারী কর্মচারীদের ধর্মঘটের সমর্থনে গেট মিটিং করে সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।
বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি উক্ত কর্মসূচি সফল করবার জন্য সমস্ত স্তরের কর্মচারীদের অভিনন্দন জানাচ্ছে।
অভিনন্দন সহ-
অনিমেষ মিত্র, সম্পাদক
সুজয় সরকার-বিএসএনএলইইউ
আশীষ দাশ- এআইবিডিপিএ
তাপস ঘোষ-বিএসএনএলসিএমইউ
১০ই মার্চ ২০২৩।