*আবার এস এল এ (SLA) এর বিরোধিতা করে ডাইরেক্টর এইচ আর (Director HR) কে চিঠি দিলো – বি এস এন এল সি সি ডব্লিউ এফ এর সেক্রেটারী জেনারেল, কমরেড অনিমেষ মিত্র*
কমরেডস,
আপনারা অবগত আছেন যে, বি এস এন এল ম্যানেজমেন্টের এস এল এ নীতির বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবাদ জানিয়ে আসছে বি এস এন এল এমপ্লয়িজ ইউনিয়ন এবং বি এস এন এল সি সি ডব্লিউ এফ। আবার ভাইরেক্টর এইচ আর কে বি এস এন এল সি সি ডব্লিউ এফ এর পক্ষ থেকে কমরেড অনিমেষ মিত্র চিঠি দিয়ে জানিয়ে দিলেন, যে সব সার্কেলে এস এল চালু করেছেন, সেই সব সার্কেলে বি এস এন এল এর গ্রাহক সংখ্যা দ্রুত কমছে, ফলে বি এস এন এল এর আয় কমছে। তিনি আরও জানান যে এস এল এ প্রথা চালু করে বি এস এন এল এর কাজের পরিবেশ নষ্ট হচ্ছে, বি এস এন এল ক্ষেত্রে কর্মরত এস এল এ শ্রমিকরা তাদের প্রাপ্য মজুরী, সামাজিক সুরক্ষা পাচ্ছেনা ,.স্বাভাবিকভাবে শিল্পে শান্তি বিনষ্ট হচ্ছে।
তাই পুনরায় এস এল এল প্রথা রিভিউ করার দাবিতে ডাইরেক্টর এইচ আর কে চিঠি দিলেন সেক্রেটারী জেনারেল কমরেড অনিমেষ মিত্র।