বিএসএনএল ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন সিজিএমটি জেলা অফিসের ডাকে আজ লাঞ্চ আওয়ার বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো সিজিএমের ঘরের সামনে। SLA চালু হওয়ার পরেও সঠিক সময়ে বেতন পাচ্ছেন না অনিয়মিত কর্মচারীবৃন্দ এছারাও Casual কর্মচারীরদের সপ্তম বেতন কমিশন চালু না হওয়া,ই-নোমিনেশন না করা এবং পে স্লিপ না দেওয়া এস এল এ সিস্টেমে সঠিক সময়ে বেতন ক্যাজুয়াল কর্মচারীদের গ্রাচুইটির ইনোমিনেশন, সপ্তম পে কমিশন, পে স্লিপ না দেওয়া এই সমস্ত কারনে সিজিএমের ঘরের সামনে লাঞ্চ আওয়ার বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো।