বি এস এন এল কো-অডিনেশন কমিটির সিউড়ি জেলা শাখার জেলা কনভেনশন অনুষ্ঠিত হয় ১৬/০৭/২০২৩ তারিখে। ট্রেড ইউনিয়নের শিক্ষা শিবিরের আলোচ্য বিষয়:- ” বিপন্ন দেশ, আক্রান্ত জনগণ ও ট্রেড ইউনিয়নের দায়িত্ব” । এই বিষয়ে ট্রেড ইউনিয়নের শিক্ষক নেতা কমরেড ধনঞ্জয় গাঙ্গুলী প্রায় দুই ঘণ্টা ধরে বিশদভাবে আলোচনা করেন। এই সভা পরিচালনা করেন কম মদন মোহন ঘোষ, কম আশীষ কুমার মুখার্জি ও কম দীপক কুমার দাস।
চেয়ারম্যান হিসেবে কম মদন মোহন ঘোষ বলেন যে আগামী দিনে এই ধরনের ট্রেড ইউনিয়ন শিক্ষা শিবির করা প্রয়োজন। এ ছাড়া বি এস এন এল সি সি ডবলুউ এফ এর আগামী ১২ ও ১৩ ই আগস্ট ‘২৩ অল ইন্ডিয়া কনফারেন্স এ আমাদের যৌথ ভাবে দায়িত্ব পালন করতে হবে ও অর্থ তহবিল সংগ্রহ করে অভ্যর্থনা কমিটির নিকট জমা দিতে হবে।
আগামী ২৮/০৭/২৩ তারিখে সিউড়ি এ জি এম অফিসে বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত সর্ব ভারতীয় ইস্যুতে অবস্থান কর্মসূচি পালন করা হবে ও স্থানীয় সমস্যা নিয়ে এ জি এম এর সঙ্গে আলোচনা করা হবে। ঐ দিন বোলপুর, রামপুরহাট ও সাঁইথিয়া শাখা থেকে কমপক্ষে ৫ জন করে ও সিউড়ি শাখা থেকে কমপক্ষে ১০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করবেন। এ ছাড়া বি এস এন এল সি এম ইউ ও বি এস এন এল ই ইউ সংগঠন থেকে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
কম আশীষ কুমার মুখার্জি, সভাপতি হিসেবে আজকে সভায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন।
মদন মোহন ঘোষ
চেয়ারম্যান
বি এস এন এল কো-অডিনেশন কমিটির পক্ষে।