BSNL Employees Union

West Bengal Circle

COM. ANIMESH MITRA (PRESIDENT)
9433009450
COM. SUJOY SARKAR (CIRCLE SECRETARY)
9475115870
249D, B.B. Ganguly Street, Kolkata-12
E-Mail ID:-   bsnleuwb@gmail.com

বি এস এন এল কো-অডিনেশন কমিটি, সিউড়ি জেলা শাখার, জেলা কনভেনশন অনুষ্ঠিত হয় ০৩/১০/২৩ তারিখে বোলপুর টেলিফোন এক্সচেঞ্জে। এই সভায় কম অনিমেষ মিত্র, বি এস এন এল কো-অডিনেশন কমিটি, প ব প্রাদেশিক সম্পাদক উপস্থিত ছিলেন। তিনি বক্তব্য রাখেন “বর্তমান পরিস্থিতিতে আমাদের করনীয় কাজ ও আগামী কর্মসূচি”
বিষয়ে প্রায় দুই ঘণ্টা আমাদের তিন টি সংগঠনের বিভিন্ন সমস্যার ও সমাধানের বিষয়গুলো তুলে ধরেন। আগামী কর্মসূচি তে কেন আমাদের অংশগ্রহণ করা উচিত সে বিষয়ে ওয়াকিবহাল করেন।
এই সভা পরিচালনা করেন কম মদন মোহন ঘোষ, বি এস এন এল কো-অডিনেশন কমিটির চেয়ারম্যান, কম আশীষ কুমার মুখার্জি ও কম অশোক তরু দাস।
এই সভায় বক্তব্য রাখেন কম প্রফুল্ল কুমার লেট, কম প্লাবন প্রামাণিক,কম টিঙকু বিশ্বাস।
কিষান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই সভা থেকে ১৬৪০/ টাকা অর্থ সংগ্রহ করে কম অনিমেষের হাতে তুলে দেন কম তপন কুমার বিশ্বাস।
আগামী কর্মসূচি হিসেবে কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
১) আগামী ৭/১০/২৩ তারিখে কলকাতায় সি জি এম টি অফিসে অংশগ্রহণ করতে হবে,এ আই বি ডি পি এ থেকে চার টি শাখায় দুই জন করে ৮ জন ও জেলা সংগঠন থেকে ২ জন।
২) বি এস এন এল সি এম ইউ থেকে অনুরূপ ঐ একই সংখ্যাই প্রতিনিধি উপস্থিত থাকতে হবে।
৩) বি এস এন এল ই ইউ থেকে ২ জন প্রতিনিধি উপস্থিত থাকতে হবে।
৪) এ আই বি ডি পি এ, চার টি শাখায় ও বি এস এন এল সি এম ইউয়ের তিন টি শাখায় আগামী ৬ তারিখ থেকে ১৪ ই অক্টোবরের মধ্যে যৌথ ভাবে সাধারণ সভা করতে হবে।
৫) ১৬/১০/২৩ অথবা ১৭/১০/২৩ তারিখে বি এস এন এল সি সি কর্মসূচি অনুষ্ঠিত হবে এ জি এম অফিসে ঐ কর্মসূচিতে সি আই টি ইউ নেতৃত্বকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান হবে।
৬ ) সমস্যাগুলি একত্রিত করে স্মারক লিপি দেওয়া হবে এ জি এম কে ।
৭ ) পূজার আগে ঠিকা কর্মচারীদের বেতন আদায়ে লড়াই আন্দোলন সংগঠিত করা হবে।
৮ ) আগামী নভেম্বর মাসে ২৪,২৫ ও ২৬ তারিখের কর্মসূচিতে, কলকাতা চলো অভিযানে ২৬/১১/২৩ তারিখে বীরভূম জেলার অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে।
৯ ) এস এল এ সিস্টেমে ৫৫ বছরের পরিবর্তে ৫৮ বছর করতে হবে এই দাবিতেও লড়াই আন্দোলন সংগঠিত করা হবে।
১০) কোন স্তরে ভুল বোঝাবুঝি থাকলে তার অবসান ঘটাতে হবে।
সংগ্রামী অভিনন্দন সহ
প্রফুল্ল কুমার লেট
জেলা সম্পাদক
বি এস এন এল কো-অডিনেশন কমিটি, সিউড়ি জেলা শাখা ।