আজ ৬ই অক্টোবর ২০২৩ বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির ডাকে সিজিএম পশ্চিমবঙ্গ দপ্তরে এক বিশাল জমায়েত সংগঠিত হয়। আজকের সমাবেশে কেবলমাত্র কলকাতা জেলা থেকেই নিয়মিত, অনিয়মিত ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা সমবেত হয়েছিলেন। বিশাল সংখ্যক কর্মচারী উপস্থিতির জন্য তিনটি সংগঠনকে অভিনন্দন জানানো হয়েছে।আজকের সমাবেশে সভাপতিত্ব করেন কম্ ওমপ্রকাশ সিং। সমাবেশে বক্তব্য রাখেন কম্ মানিক সরকার (বিএসএনএলইইউ), কম্ সুজয় সরকার (বিএসএনএলইইউ), কম্ আশীষ দাশ (এআইবিডিপিএ), কম্ তারক কুন্ডু এবং কম্ অনিমেষ মিত্র (বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি)। বক্তারা সকলেই বর্তমান প্রশাসনের কর্মচারী স্বার্থ বিরোধী ভূমিকার সমালোচনা করেন। সিজিএম অফিসে অনুপস্থিত থাকার জন্য অসন্তোষ প্রকাশ করা হয়েছে। *বিশেষ পরিস্থিতিতে আগামী কালের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। পরে তারিখ জানানো হবে।*
সম্পাদক, বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি পশ্চিমবঙ্গ।