BSNL Employees Union

West Bengal Circle

COM. ANIMESH MITRA (PRESIDENT)
9433009450
COM. SUJOY SARKAR (CIRCLE SECRETARY)
9475115870
249D, B.B. Ganguly Street, Kolkata-12
E-Mail ID:-   bsnleuwb@gmail.com

আসানসোলে আজ (6-8-2022) BSNL CO ORDINATION COMMITTEE র ডাকে জনাকীর্ণ এক সমাবেশে কনভেনশন অনুষ্ঠিত হয় … কনভেনশনের প্রধান দুই বক্তা ছিলেন কম অনিমেষ মিত্র এবং কম সুজয় সরকার … একেবারে শুরুতে সংগঠনের রক্তপতাকা উত্তোলন করেন কম অনিমেষ মিত্র … কম কে জি বসুর মূর্তিতে মাল্যদান করেন কম মৃদুল চ্যাটার্জী , কম অনিমেষ মিত্র ও অন্যান্য কমরেডগণ …. কম অনিমেষ মিত্র এবং কম সুজয় সরকারকে পুষ্পস্তবক ও মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জানানো হয় …. মুখবন্ধে বক্তব্য রাখতে গিয়ে CO ORDINATION COMMITTEE র কনভেনার কম সুব্রত মিশ্র সামগ্রিক পরিস্থিতির নিরিখে কনভেনশনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন … এরপর কম অনিমেষ মিত্র তাঁর বক্তব্যে বি এস এন এল সম্পর্কে কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ সম্পর্কে বলেন ও আগামী দিনের সাংগঠনিক রূপরেখা ব্যাখ্যা করেন …. কম সুজয় সরকার ট্রেড ইউনিয়ন ক্লাসের প্রয়োজনীয়তা , আসন্ন বর্ধিত কেন্দ্রীয় কার্যকরী সমিতির সভা , স্বাধীনতার 75 তম বর্ষপূর্তিতে সংগঠনের পরিকল্পনার কথা বলেন …. এছাড়াও তৃতীয় বেতন চুক্তির বর্তমান অবস্থা , পেনশন রিভিশন ও অনিয়মিত কর্মচারীদের বিষয়গুলিও আলোচনায় উঠে আসে … সভা পরিচালনা করেন কম মৃদুল চ্যাটার্জী …