গত ৬ই এপ্রিল ২০২৪ জলপাইগুড়িতে CWC meeting এবং Convention অনুষ্ঠিত হয় TRC হলে। সেখানে প্রারম্ভিক বক্তব্য দেন কমরেড অমল জানা। তিনি ধর্মঘট এবং বিএ নিয়েও আলোচনা করেন। জেলা সম্পাদক জলপাইগুড়ি ওএ অবস্থা নিয়ে আলোচনা করেন।DGM কিভাবে কর্মচারীদের ওপর আক্রমণ করছে। AO (TR& FIN) তিনি সুকৌশলে প্রতিটি কাজে বাধা দিচ্ছেন। যেকোনো কাজের কথা বললে তিনি না করে দিচ্ছেন এহেন অবস্থায় ওনার জলপাইগুড়ি থেকে সরাতে হবে। বীরপাড়া থেকে কমরেড অজিত কুমার দে বক্তব্য রাখেন। কমরেড সঞ্জিব বোস আলিপুরদুয়ার EPF এর সমস্যা সম্পর্কে বলেন। কমরেড পঙ্কজ রায় জলপাইগুড়ি বক্তব্য রাখেন। কমরেড সুজয় সরকার প্রাদেশিক সম্পাদক তিনি ধর্মঘট, বর্তমান BSNL এর অবস্থা, ওয়েজ রিভিশন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। কমরেড প্রবীর কুমার ঘোষ তিনি আগামী লোকসভা ভোট আমরা কেন বামপন্থীদের দেব সেটা নিয়ে বক্তব্য রাখেন। কমরেড বিকাশ বিশ্বাস BSNLCMU, সময়মত বেতন না পাওয়ার ফলে ঠিকাশ্রমিকদের খুব অসুবিধার মধ্যে পরতে হয় সেটা ব্যাখ্যা করেন। সভায় সভাপতিত্ব করেন কমরেড রেবতি মোহনসরকার।