Dear comrades, আশাকরি আপনারা সকলেই দূরসন্চার কর্মী হাতে পেযেছেন। 3rd PRC নিয়ে Management যে শেষ pay scale proposal দিয়েছে তা উল্লেখ করা আছে। এই pay scale মানলে কর্মচারীদের বেতন কি রকম কমবে ও stagnation এর ঘটনা কি রকম ঘটবে তা Management জানতে চেয়েছে। উদাহরণ সহ নাম ও HRMS no. দিয়ে এই case গুলি corporate office এ জমা দিতে হবে আমাদের। তার উপর ভিত্তি করেই next meeting হবে। অনেক circle union এই নাম গুলি জমা দিয়েছে। কিন্ত আমরা wb circle থেকে কোনো উদাহরণ দিতে পারিনি। যারা এই সমস্ত pay fixation কাজে দক্ষ তাদের সাথে কথা বলে আমাদের কাছে case গুলি পাঠাতে হবে। মনে রাখতে হবে:- 1. 119.5% DA ও 0% fitment ধরে এই calculation করতে হবে l
2. 2027 সালের আগে কেউ stagnation পড়ছে কি না?
3. পুরানো DA নয, নতুন IDA ধরে calculation করতে হবে l
4. Stagnation increment ও NEPP Promotion গুলি pay fixation করার সময় যোগ করতে হবে।
তথ্য দিয়ে আমাদের যুক্তি প্রতিষ্ঠিত করা এটাও একটি সাংগঠনিক কাজ।একে আমরা অবহেলা করতে পারি না।