আজ সকাল, ৮-৪৫ মিনিটে জাতীয় পতাকা ও বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের রক্ত পতাকা উত্তোলন এবং শহীদ কমরেডদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিএসএনএল WWCC ‘র সর্বভারতীয় দ্বিতীয় কনভেনশন কন্যাকুমারী শহরে শুরু হয়েছে। এই কনভেনশন কম কে রমা দেবী, কম কে ভাগ্যলক্ষী ও কম বনানী চট্টোপাধ্যায় কে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী পরিচালনা করছেন। আজকের কনভেনশনের উদ্বোধন করেন কম লীলা রোজ, প্রাক্তন এমএলএ এবং গণ-আন্দোলনের নেত্রী, কন্যাকুমারী। পশ্চিমবঙ্গ সার্কেলের পক্ষে ১০ জন কমরেড এই কনভেনশনে উপস্থিত হয়েছেন। কমরেড ঝুমুর বন্দ্যোপাধ্যায় এবং কমরেড মমতা সরকার পশ্চিমবঙ্গ সার্কেলের নেতৃত্ব দিচ্ছেন। কম বিপাশা সরকার রেজিষ্ট্রেশন সাব কমিটির সাথে যুক্ত হয়ে দায়িত্ব পালন করছেন। সিআইটিউ’র অন্যতম সর্বভারতীয় সম্পাদক, মহিলা নেত্রী কমরেড এ.আর. সিন্ধু প্রধান বক্তব্য রাখছেন। শ্রীমতি অনিতা জোহরী, জিএম এস আর, বিএসএনএল কর্পোরেট অফিস এবং শ্রী জগদীশ কুমার, সিএলও কর্পোরেট অফিস আজকের কনভেনশনে উপস্থিত হয়েছেন।