সিজিএমটি জেলার পক্ষ থেকে আজ BSNLWWCC এর কনভেনশন থেকে নব নির্বাচিত জয়েন্ট কনভেনার কম নন্দিতা দত্ত কে সংবর্ধনা দেওয়া হলো এবং যে সকল কমরেডরা কন্যাকুমারী তে গেছিলেন তাদের কেও সংবর্ধনা দেওয়া হলো কম বিপাসা সরকার, কম ঝুমুর ব্যানার্জী,কম স্বপ্না ঘোষ,এবং কম বনানী চট্টোপাধ্যায়। কনভেনশনে বক্তব্য রাখছেন বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি কম অনিমেষ মিত্র। এছাড়াও বক্তব্য রাখেন সার্কেল সম্পাদক কম সুজয় সরকার, সহকারী সম্পাদক কম অমিতাভ চট্টোপাধ্যায় সহ উপস্থিত মহিলা নেতৃত্ব কম বনানী চট্টোপাধ্যায়, ঝুমুর বন্দ্যোপাধ্যায়। আজকের সভা পরিচালনা করছেন কম নয়ন রঞ্জন চৌধুরী।